আমপানে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠনের কাজ শুরু সেনার

0
792

দেশের সময় ওয়েবডেস্কঃ সুপার সাইক্লোন আমপানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পুনর্গঠনের কাজ করছে সেনাবাহিনী এবং এনডিআরএফ। রবিবার পূর্ণদাস রোডে রাস্তা সাফাইয়ের কাজ করে তারা। সেনার কর্পস অফ ইঞ্জিনিয়ারের ক্যাপ্টেন বিক্রম সংবাদ মাধ্যমকে জানান, ‘‌কলকাতা জুড়ে সেনার চার থেকে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। আমরা দ্রুত কাজ সম্পন্ন করব। কিছু গাছ পুরোটা পড়ে যায়নি মাটিতে, কিছু বিদ্যুতের তারে আটকে আছে, তাই আমরা সেগুলো এক এক করে কাটছি আর রাস্তা থেকে ঠেলে সরাচ্ছি। তাই সময় লাগছে।’

সল্টলেকে ছবি তুলেছেন-কুন্তল চক্রবর্তী।

শনিবার  রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে রাজ্য সরকারের তরফে আবশ্যকীয় পরিকাঠামো পুনর্গঠনে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয। রাজ্যের অনুরোধ পেয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় কেন্দ্র। শনিবারই সেনাবাহিনীর পাঁচটি কলাম দুর্যোগ মোকাবিলায় কলকাতায় এসে পৌঁছয়। সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্য সরকারের অনুরোধ মতো আমপানে হওয়া ক্ষতি মোকাবিলায় সরকারকে সবরকম সহায়তা করতে সেনা প্রস্তুত রয়েছে।

Previous articleচালু হলো রিলায়েন্স জিওমার্ট পরিষেবা, চলছে অর্ডার নেওয়া, জানুন পদ্ধতি
Next articleYour Shot : Fashion

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here