দেশের সময় ওয়েবডেস্ক: দল থেকে দুই তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হল। বুধবার সৌমিত্র খাঁর পর বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরাকেও দল থেকে ছেঁটে ফেলা হল। দলের এই সিদ্ধান্তের কথা জানান তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। দল বিরোধী কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুপমের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনেকদিন ধরেই দলবিরুদ্ধ কাজ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে নানান মন্তব্যও করেছেন। এমনকি সূত্রের খবর, গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগও রাখছিলেন। আর তাই দল থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই দিনে দুই সাংসদের বহিষ্কার প্রসঙ্গে পার্থ চ্যাটার্জি সাংবাদিকদের জানান, ‘আমরা সৌমিত্র খাঁ–কে দল থেকে সরিয়ে দিয়েছি। আর কিছুদিন মেয়াদ রয়েছে সাংসদ হিসেবে। তবে গত একবছর ধরেই বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সৌমিত্র খাঁ। সংগঠনের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত।’ এরপরই অনুপম হাজরা প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব বলেন, ‘ অনুপম হাজরা এর থেকেও নক্কারজনক কাজের সঙ্গে যুক্ত। নানান সময়ে এমন এমন কাজ করেছেন তা দলের নীতির বিরুদ্ধ। ফেসবুকে দলবিরুদ্ধ পোস্ট এবং মন্তব্যও করেছেন তিনি। তাই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।