দেশের সময়, ওয়েব ডেস্ক:- দায়িত্ব নিয়ে প্রথম একাদশে চারটি পরিবর্তন ঘটিয়েছিলেন খালিদ। কিমকিমার বদলে দলরাজ, অরিজিতের বদলে গুরজিন্দর, সৌরভের বদলে ড্যারেন ক্যালডেরা। পাশাপাশি হেনরির পরিবর্তে প্রথম একাদশে আক্রমন ভাগে সুযোগ পান ডিকা। বুধবার ম্যাচ শুরু হতেই এ যেন এক অন্য মোহনবাগান। যেখানে শুধু গোল নয়, তার চেয়ে বেশি গুরুত্ব পেল বল নিজেদের দখলে রাখা। আর সেখান থেকে সুযোগের অপেক্ষা। অন্যদিকে কিংসলে-দের ডিফেন্সেও আজ স্পষ্ট পরিবর্তনের গন্ধ। তবে প্রথমার্ধের গোলটা আসে পেনাল্টি থেকে। বক্সের মধ্যে মিনার্ভা অধিনায়ক ল্যান্সিং টওরে ফাউল করায় পেনাল্টি দেয় রেফারী। গোল করে বাগান-কে এগিয়ে দেন ওমর। যদিও খেলায় ফিরতে আজ মারিয়া চেষ্ঠা চালিয়েছিল মিনার্ভা। কিন্তু গোল এলো না। আর সময়ের সাথে তাল মিলিয়ে আক্রমনের গতিও বাড়াতে থাকছিল মোহনবাগান। যার সুফলটা আসে কিছুক্ষণের মধ্যেই। ৬৯মিনিটে সনি-র পাশ থেকে বল পেয়ে সুযোগ নষ্ট করেননি ডিকা। ২-০ গোলে জয়ী হয়ে পুনরায় জয়ের স্বাদ অনুভব করলো মোহনবাগান। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আবারও জয়ের আনন্দে সামিল সবুজ মেরুন শিবির।