দেশের সময় ওয়েবডেস্কঃ রবীন্দ্রনাথ ঠাকুর।বাঙালির মন ও মনন জুড়ে যাঁর বিচরণ। তাই প্রতি বছর ২৫শে বৈশাখ তাঁর সৃষ্টি ঘিরে চলে নানা উদ্যাপন। কিন্তু এ বার সে উৎসবে ভাটা পড়েছে। কোভিড-১৯ এর জেরে জমায়েত নিষিদ্ধ। তা বলে কী রবীন্দ্রজয়ন্তী হবে না!
তাই ভরসা এ বার অনলাইন উদ্যাপন। নানা চ্যানেল, বিভিন্ন শিল্পীরা তো ফেসবুক লাইভ করছেনই, এ বার সে সুযোগ এল সাধারণ মানুষের সামনেও। চাইলে আপনিও করতে পারেন ফেসবুক লাইভ,সেই কারণে অনলাইনেই রবীন্দ্রজয়ন্তী পালনে মেতেছে আম বাঙালি। সেরকমভাবেই রবিস্মরণের অনুষ্ঠান প্রত্যক্ষ করতে চোখ রাখতে হবে ফেসবুক লাইভে।
তাই লকডাউনে সব যখন স্তব্ধ তখন রবীন্দ্র-সৃষ্টিতে মাতার সুযোগ করে দিচ্ছে অনলাইনে রবীন্দ্রজয়ন্তী পালনের আনন্দ নিতে চাইলে চোখ রাখুন এই ফেসবুক
https://www.facebook.com/JyotirindraMemorial/