রাশিফল:প্রেম-অর্থ-স্বাস্থ্য, আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন

0
1153

মেষ: শুভ সংখ্যা- ৮৮, শুভ সময়-বেলা ৩টে ৪০মিনিট থেকে ৫টা, শুভ রঙ- বাদামি-

  • কাছের মানুষের থেকে কষ্ট পাবেন
  • কর্মক্ষেত্রে বহুমুখী প্রতিভার জন্য সুনাম পাবেন
  • ব্যবসায়ীদের চিন্তাভাবনা বাড়বে

বৃষ: শুভ সংখ্যা- ৬২, শুভ সময়- বেলা ১টা ৪০মিনিট থেকে ৩টে, শুভ রঙ- নীল

  • আর্থিক সমস্যা হতে পারে
  • অকারণ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন
  • সাবধানে চলাফেরা করুন

মিথুন:শুভ সংখ্যা- ৪১, শুভ সময়- বেলা ২টো থেকে ৪টে, শুভ রঙ- হলুদ

  • উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে
  • অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়বে
  • কর্মক্ষেত্রে গোপন শত্রু তৈরি হতে পারে

কর্কট: শুভ সংখ্যা- ৫৬, শুভ সময়- বিকেল ৪টে ৪০মিনিট থেকে ৬টা, শুভ রঙ- সাদা

  • পারিবারিক সমস্যায় আতঙ্কের সৃষ্টি হবে
  • জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে
  • মানসিক অস্থিরতা বাড়তে পারে

সিংহ: শুভ সংখ্যা- ৭২, শুভ সময়- বিকেল ৪টে ৩০মিনিট থেকে ৫টা ৪০মিনিট, শুভ রঙ- লাল

  • প্রতিবেশীদের দ্বারা সমস্যায় পড়তে পারেন
  • দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হবে
  • পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন

কন্যা: শুভ সংখ্যা- ৯৮, শুভ সময়- বিকেল ৫টা ৩০মিনিটা থেকে ৬টা ৪০মিনিট, শুভ রঙ- হাল্কা সবুজ

  • সাবধানে চলাফেরা করুন, চোট-আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনার পরেই আইনি ব্যাপারে সিদ্ধান্ত নেবেন
  • পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে

তুলা: শুভ সংখ্যা- ৯৭, শুভ সময়- বেলা ৩টে ৩০মিনিট থেকে ৫টা, শুভ রঙ- সাদা

  • কাজের প্রতি অনীহা আসবে, অলসতা বাড়বে
  • বাড়ি বা ফ্ল্যাট কেনার ব্যাপারে নতুন যোগাযোগ আসবে
  • কারও উপকার করে মানসিক শান্তি পাবেন

বৃশ্চিক: শুভ সংখ্যা- ৩৮, শুভ সময়- বেলা ৩টে থেকে ৪টে ২০মিনিট, শুভ রঙ- হলুদ

  • কর্মক্ষেত্রে কাজের জন্য সুনাম পাবেন
  • গর্ভবতীরা সাবধানে চলাফেরা করুন
  • সম্পত্তি বিক্রির পরিকল্পনা করতে পারেন

ধনু: শুভ সংখ্যা- ৪৮, শুভ সময়- সন্ধে ৬টা থেকে ৭টা, শুভ রঙ- লাল

  • আজ কোনও সিদ্ধান্ত নিতে হলে বা কোনও কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে করুন
  • জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে
  • সন্তানের ব্যাপারে চিন্তা বাড়বে

মকর: শুভ সংখ্যা- ৫২, শুভ সময়- বেলা ১টা ২০মিনিট থেকে ২টো ৫০মিনিট, শুভ রঙ- কালচে লাল

  • চোখের সমস্যা বাড়তে পারে
  • মানসিক চাঞ্চল্য বাড়বে
  • সাবধানে চলাফেরা করুন

কুম্ভ: শুভ সংখ্যা- ৭৮, শুভ সময়- সকাল ১০টা ৩০মিনিট থেকে ১২টা ১০মিনিট, শুভ রঙ- মেরুন

  • যেকোনও কাজের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন
  • পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন
  • নিজের সঙ্গে খানিকটা সময় কাটান

মীন : শুভ সংখ্যা- ২৩, শুভ সময়- বেলা ৩টে ৩০মিনিট থেকে ৫টা, শুভ রঙ- চকোলেট

  • বন্ধুদের পরামর্শে কোনও কাজ করতে যাবেন না
  • শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে অভিজ্ঞ লোকের সঙ্গে আলোচনা করে নেওয়াই ভাল
  • কাউকে আর্থিক সাহায্য করতে হতে পারে
Previous articleদেশের সময়/Desher Samay Newspaper
Next articleআজ কোভিড হিরোদের ধন্যবাদ জানাতে ভারতীয় বায়ুসেনা, সঙ্গী নৌবাহিনীও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here