বর্ষকালে ফের করোনার প্রকোপ বাড়তে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের

0
1175

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশে ফের বাড়তে পারে করোনার প্রকোপ। তাও সেটা বর্ষাকালে। এমনটাই এবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতোই ধীরে ধীরে তা কমবে। কিন্তু সেখানেই থামবে না মারণ এই ভাইরাস। বর্ষাকাল অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টে ফের দেখা দিতে পারে করোনার প্রাদুর্ভাব। 
এই প্রসঙ্গে শিব নাদার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী প্রফেসর সমিত ভট্টাচার্য সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানান, ‘মনে হচ্ছে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যার হার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এবার ধীরে ধীরে এই হারটা কমতে শুরু করবে। এইভাবে হয়ত কয়েক সপ্তাহ বা মাস চলবে। তবে করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ফের দেখা দিলে এই হার আবারও বৃদ্ধি পাবে। আর আসন্ন বর্ষাকাল অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্ট মাসে এই সেকেন্ড ওয়েভ আসতে পারে। তবে সেই সময় সোশ্যাল ডিস্টানসিং আমরা কতটা মেনে চলছি সেটার ওপর সব কিছু নির্ভর করবে।’‌ একই সুর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক রাজেশ সুদর্শনের। তিনি বলেন, ‘এখন আমরা সোশ্যাল ডিস্টানসিং মেনে চলছি, দেশে লক ডাউন চলছে। কিন্তু সব স্বাভাবিক হয়ে গেলেই আবার এই সংক্রমণের হার বাড়তে শুরু করবে। চিনেও অনেক জায়গায় যেখানে সব স্বাভাবিক হয়ে গিয়েছে, সেখানে নতুন করে সংক্রামিত হচ্ছেন অনেকে।’

Previous articleLocal administration hauled up Petrapole exim trade, complains stakeholders
Next articleদেশের সময়/Desher Samay Newspaper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here