মানবিক: ফ্রি করোনা বাজারেই ভরসা রাখছেন বেতপুল গ্রামের মানুষ,বনগাঁয় শিশুদের জন্য দুধ বিলি করছেন পুরপ্রধান

0
1097

দেশের সময়: গ্রামের মধ্যে রাস্তার ধারেই লাইন করে সাজানো রয়েছে টেবিল,আর সেই টেবিলের উপর চাল,আলু,ডাল,তেল, মুড়ি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস সাজানো রয়েছে। গ্রামের সাধারণ মানুষ লাইন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে টেবিল থেকে একে একে তাদের প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিচ্ছেন, এইভাবে খালি ব্যাগ এনে- ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে বাড়ি ফিরছেন বাসিন্দারা।

ফ্রি বাজারে খাদ্য সংগ্রহে এলাকার মানুষ

এই ছবি উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার মসলন্দপুর গ্রাম পঞ্চায়েতের বেতপুল গ্রামে। এই গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন পথিকৃৎ আয়োজন করেছে ফ্রি করোনা বাজার। তবে এই বাজার শুধু একদিনের জন্য নয় প্রতি সপ্তাহে একদিন করে সকাল-বিকেল দুইবেলা ফ্রি বাজার বসবে, আর এই ফ্রি বাজার থেকে সাধারণ মানুষ ব্যাগ ভর্তি করে নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। সম্প্রতি করোনা ভাইরাসের ফলে এই গ্রামের দিন মজুর খেটে খাওয়া সাধারণ মানুষ কাজ হারিয়েছেন, ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় তাঁরা। ফ্রি বাজারের উদ্যোক্তা অরুপ বাগচী বলেন গ্রামের এই এলাকায় বহু মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন । সম্প্রতি লকডাউন এর ফলে কর্মহীন হয়ে সমস্যায় পড়েছেন কয়েক শ’ পরিবার। তাই এইসব কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের বাজারের আয়োজন ।

গ্রামের বাসিন্দা অনিতা দাস শ্যামল দত্ত ও সঞ্জীব ভট্টাচার্য্য রা জানালেন লকডাউন এর ফলে ঘরবন্দি হয়ে বসে আছি রেশন থেকে সামান্য চাল পেয়েছি তা দিয়ে সংসার চলছে না তাছাড়া ওষুধ কেনার পয়সা নেই চরম সমস্যায় আমাদের দিন কাটছে৷ এই বাজার আমাদের অনেক উপকার করল৷

শিশুদের জন্য বিনামূল্যে গরুর দুধ বিলি করছেন বনগাঁর পুর প্রধান শঙ্কর আঢ্য-ছবি-দিব্যেন্দু পোদ্দার,

বনগাঁ পুরসভার উদ্যোগে পুরপ্রধান শঙ্কর আঢ্য নিজেই শহরের বিভিন্ন এলাকায় গিয়ে যে সমস্ত দুঃস্থ পরিবারে যাদের তিন বছর বয়সের শিশু রয়েছে,তাঁদের জন্য গরুর দুধ বিনা মূল্যে দিচ্ছেন।মতিগঞ্জ এলাকায় বুধবার প্রচুর মানুষ দুধ সংগ্রহ করেন৷

বনগাঁ মতিগঞ্জে দুধ সংগ্রহের লাইন


বনগাঁ দীনবন্ধু কলেজের ছাত্র কৌস্তব পাল আজ তার ছিল জন্মদিন,বন্ধু অরুপ, রাহুল, জন, অভিজিৎ মিলে ৮০জন ভবঘুরে মানুষকে পেট ভরে খাওয়ালেন, কৌস্তবের বাবা তাপস পাল বলেন ছেলের ইচ্ছার কথা শুনে মনে হলো ওর প্রকৃত শিক্ষা দিয়েছে ওর স্কুল কলেজের শিক্ষকেরা, আমি তাঁদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনেও যেন এমন কাজের সাথে ও এবং অন্যান্য ছেলেরাও হাতে হাত রেখে এগিয়ে যায় সমাজের জন্য৷ -দেশের সময়।
Previous articleলকডাউনে কিছু ক্ষেত্রে ছাড় কেন্দ্রের,রইল তালিকা
Next articleমহামারীর সময়ে ডাক্তার, স্বাস্থ্য কর্মীদের উপর হামলা করলে ৭ বছরের জেল সহ বিপুল জরিমানা, অর্ডিন্যান্স কেন্দ্র সরকারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here