আগামী ৮ এপ্রিল আকাশে দেখা মিলবে বৃহত্তম গোলাপি চাঁদ,সেই নান্দনিক দৃশ্য ধরে রাখতে প্রস্তুতি নিচ্ছেন ফোটোগ্রাফাররা তৈরী থাকুন আপনারাও

0
2436

পার্থ সারথি নন্দী:‌ আজ সাত সকালে মোবাইলটা বেজে উঠল৷ঘুম চোখে দেখলাম আমার এক ফোটোগ্রাফার বন্ধুর টেকস্ট মেসেজ এলো তাতে লেখা 500mm লেন্সটা রেডি রেখ ৮ এপ্রিল কাজে লাগবে, এক সেকেন্ড এর জন্য ঘুমটা উবে গেল , ভাবলাম ওই দিন কি আবার কোন আকাশ দীপ জ্বলবে নাকি!দ্বিতীয় বার্তা এলো ক্যামেরার স্ট্যান্ডটা দিতে হবে, একই সময়ের কথা লিখছে দ্বিতীয় ফোটোগ্রাফার বন্ধুটিও। এবার আমি সোজা হয়ে উঠে বসলাম।কেমন একটা আতঙ্ক তাড়া করল মুহুর্তেই। ফের ফোন কল ,এটি তৃতীয় ফোটোগ্রাফার বন্ধু।শুধু মনে হচ্ছে করোনার কোন বড় সংবাদ হতে চলেছে, তৎক্ষণাত ফোন কলটা গ্রহণ করলাম ৷ ফোনের ওপাশ থেকে গম্ভীর স্বরে বললো ৮ই এপ্রিল সন্ধ্যা বেলায় গোলাপি চাঁদের ছবিটা তুলতে ভুলো না,কারন বনগাঁ সীমান্তে আরও ভালভাবে দেখা যাবে এই চাঁদ। এবার আমি নিশ্চিন্ত হলাম “আসলে বিষয়টি হলো’ গোলাপি চাঁদ’ ।

আপনারা সুপার মুনের কথা অনেকেই শুনেছেন, দেখেছেন কী?‌ তবে সেই অভাব এবার পূরণ হতে চলেছে। আগামী ৮ এপ্রিল দেখা যাবে সুপার পিঙ্ক মুন বা বৃহত্তম গোলাপি চাঁদ। এতে নাকি করোনাভাইরাসের নিধন ঘটবে বলে অনেকে মনে করছেন। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।

চাঁদের গোলাপি আভা দেখা যাবে পৃথিবী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯০৭ কিলোমিটার দূর থেকে। অর্থাৎ ওইদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে যাবে ২৭ হাজার ৪৯৩ কিলোমিটার এবং দেখা যাবে এই নান্দনিক দৃশ্য।

এখন প্রশ্ন হল এই সুপার মুন বৃহত্তম গোলাপি চাঁদ কী?‌

জানা গিয়েছে, অন্যান্য দিনের তুলনায় এইদিন চাঁদের আকার ৩০ শতাংশ বড় হয়ে যায়। সুপার মুনের কক্ষপথ পৃথিবীর নিকটতম হয়। গ্রহ থেকে এই নিকটতম দূরত্বের কারণেই চাঁদকে অনেক বড় এবং উজ্জ্বল দেখায়। তবে পূর্ণিমা হলেই যে সুপার মুন হবে তা কিন্তু নয়। কারণ চাঁদ পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। পৃথিবী থেকে আরও অনেক দূরে থাকলেও পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা যেতে পারে।

একে গোলাপি চাঁদ বলার কারণ হল–পূর্ণিমা’র চাঁদের নামকরণের বিষয়টি সাধারণত আমেরিকান অঞ্চল এবং ঋতুগুলির ওপর নির্ভর করে। ‘গোলাপি চাঁদ’ নামটি গোলাপি ফুলের নামের ওপর ভিত্তি করে দেওয়া। এই ফুল উত্তর আমেরিকার পূর্ব দিকে বসন্তকালে ফোটে এবং এটি মোটেও চাঁদের রঙ নয়। পুরো গোলাকার চাঁদকে স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন নামেও ডাকা হয়।

আপনারাও তৈরী থাকুন মোবাইল, বা ক্যামেরা নিয়ে,৮ এপ্রিল গোলাপি চাঁদের ছবি তোলার জন্য।

Previous articleশুধু খাদ্য নয়,গ্রামবাসীদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে চলেছে বনগাঁ বিভূতিভূষণ বিএড কলেজ কর্তৃপক্ষ
Next articleলকডাউন ওঠা নিয়ে তৈরি হল ধোঁয়াশা, রাজ্য ভিত্তিক খতিয়ান দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here