শুধু খাদ্য নয়,গ্রামবাসীদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে চলেছে বনগাঁ বিভূতিভূষণ বিএড কলেজ কর্তৃপক্ষ

0
1058

দেশের সময়: করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে লকডাউন চলছে। চরম সংকটে দেশের দিন আনা দিন খাওয়া মানুষরা। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার ছয়ঘরিয়া পঞ্চায়েতের সীমান্তবর্তী গ্রাম খেদাপাড়ায় গৃহবন্দী রয়েছেন প্রায় ২৫০ পরিবার৷এইগ্রামে বসবাস করেন অসংখ্য হতদরিদ্র পিছিয়ে থাকা মানুষ।লকডাউনকে কেন্দ্র করে এমন অনেক পরিবার আছে তাঁরা অনাহারে কাটাচ্ছেন। সেইসব পরিবারের সাহায্যের জন্য এগিয়ে এসেছে স্থানীয় বিভূতিভূষণ বিএড কলেজ কর্তৃপক্ষ।

সোমবার সকালে কলেজ সংলগ্ন মাঠে খেদা পাড়া গ্রামের ২৫০ পরিবারের হাতে চাল, ডাল, আটা, তেল, সয়াবিন, লবন, চিড়ে, মুড়ি, চিনি, বিস্কুট, সাবান, মাস্ক তুলে দিয়েছেন কলেজ পরিচলন সমিতির সদস্যরা৷ শুধু এটাই না, সমগ্র গ্রামবাসীদের মধ্যে বর্তমান সময়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেও চলেছেন তাঁরা।

স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে চলেছেন। মিজানুর মণ্ডলপ্রদীপ দে জানান, এই সংকটময় পরিস্থিতিতে মানবিকতার ডাকে তাঁরা সহযোগিতা করে চলেছেন। তাঁদের লড়াই যেমন বাঁচার তেমনি বাঁচানোর। সবাই মিলে বাঁচা এদের মূল উদ্দেশ্য।

করোনা পরিস্থিতিতে সচেতনতা করার কাজ চালিয়ে যাচ্ছে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ। বাগদা ব্লক সহ বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গায় স্বাস্থ্য বিধির প্রচার, বাইরের রাজ্য বা দেশ থেকে আসা মানুষের গৃহবন্দী থাকতে সচেতনতার কথা বলছে তারা। সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি সজল ভদ্রের নেতৃত্বে সংগঠনের সদস্যরা এলাকায় এলাকায় স্বাস্থ্য বিধি মেনে এই কাজ করছেন। কিছু ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর, আশা দিদি, পঞ্চায়েত প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিচ্ছেন। সাথে সাথে কিছু দুঃস্থ মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন তারা।

বনগাঁ তে সি আই টি ইউ এর থেকে শ্রমিক দের চাল ডাল তেল আলু সাবান দেওয়া হয়। উপস্থিত ছিলেন সি আই টি ইউ এর নেতৃত্ব কপিল ঘোষ ধৃতিমান পাল আনন্দ বিশ্বাস । দুই শতাধিক শ্রমিক কে খাদ্য সামগ্রী দেওয়া হয় । আগামী দিনে আরো অনেক শ্রমিক কে দেওয়ার ব্যবস্থা করা হবে ।

সি আই টি ইউ অফিস থেকে দেওয়া হয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দুরত্ব বজায় রেখে।

সোমবার বনগাঁ কৃষি মান্ডিতে কৃষকদের হাতে শুকনো খাবার, (চিড়ে, মুড়ি, বাতাসা) ও মাস্ক, হ‍্যান্ড স‍্যানিটাইজার তুলে দিলেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ এবং কৃষি মান্ডির পক্ষ থেকে বিশ্বজিৎ নাগ ১৫০০০ টাকা এবং গোপাল শেঠ ১০০০০ টাকা মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন।

বারাসাত হরিতলা সমন্বয় ক্লাব সদস্যরা এলাকার বিভিন্ন প্রান্তের ইট ভাটা শ্রমিকদেরকে খাদ্য এবং ওষুধ পৌঁছেদিচ্ছেন প্রতিদিন।

নিজের উপার্জনের টাকায় গরিব মানুষদের পাশে দাঁড়ালো এক গাড়িচালক:

সোমবার সকালে বনগাঁ পূর্বপাড়া এলাকায় কার্তিক বিশ্বাস নামে এই গাড়ির চালক প্রায় ৭০জনের হাতে চাল, আলু তুলে দিলেন, কার্তিক বিশ্বাসের কথায় এই চরম সঙ্কটের দিনে সাধারণ মানুষের হাতে সামান্য কিছু তুলে দিতে পেরে খুশি, পাশাপাশি তিনি অনুরোধ জানান যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী গরিবদের পাশে যেন সকলে এগিয়ে আসেন।

দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালো হেলেঞ্চা সবুজ সংঘ :

লকডাউন এর ফলে দিনমজুর থেকে ভবঘুরে সকলেরই এখন একটাই সমস্যা রুজি রুটি বন্ধ, সেই সমস্ত মানুষের কথা ভেবে ১০o দিনমজুর পরিবারের হাতে চাল আলু সবজি সাবান বিস্কুট তুলে দিল হেলেঞ্চা সবুজ সংঘের সদস্যরা। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এর উপস্থিতিতে এদিন শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এদিন।খাদ্য সামগ্রী পেয়ে খুশি দিনমজুর পরিবাররা৷

বনগাঁ আই এন ইউ টি সি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এদিন শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়৷

তথ্য ও ছবি সংগ্রহ করেছেন দেশের সময় এর প্রতিনিধি- পিয়ারী নন্দী,দিব্যেন্দু পোদ্দার, দীপ বিশ্বাস।

Previous articleYour Shot 📷 Il peggior peccato contro i nostri simili non è l’odio ma l’indifferenza: questa è l’essenza della mancanza di umanità. (George Bernard Shaw)
Next articleআগামী ৮ এপ্রিল আকাশে দেখা মিলবে বৃহত্তম গোলাপি চাঁদ,সেই নান্দনিক দৃশ্য ধরে রাখতে প্রস্তুতি নিচ্ছেন ফোটোগ্রাফাররা তৈরী থাকুন আপনারাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here