দেশের সময় ওয়েবডেস্ক: এবার দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার অর্থাৎ আগামীকাল সকাল ৯টায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ টুইটারে হিন্দি এবং ইংরাজিতে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি লেখেন, ‘আগামিকাল সকাল ৯টায় ভারতবাসীর উদ্দেশ্যে একটি ছোট্টো ভিডিও বার্তা দেব।’ অনেকের বিশ্বাস করোনা ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই দেশের কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এর আগে দু’বার জাতির উদ্দেশে ভাষণও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমবার জাতীর উদ্দেশে ভাষণে একদিনের জনতা কার্ফু জারি করেছিলেন তিনি। দ্বিতীয়বারের ভাষণে, ২৪ মার্চ, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী।
At 9 AM tomorrow morning, I’ll share a small video message with my fellow Indians.
कल सुबह 9 बजे देशवासियों के साथ मैं एक वीडियो संदेश साझा करूंगा।
— Narendra Modi (@narendramodi) April 2, 2020
টুইট করে দেশের সাধারণ মানুষকে লকডাউনের নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানান। গত দু’দিনে, লকডাউনের অবসর যাপনের জন্য যোগব্যায়ামের ভিডিও শেয়ার করেন তিনি। ভারতে এখনও পর্যন্ত ১,৯৬৫ জন করোনা আক্রান্ত। মৃতের সংখ্যা ৫০।