দেশের সময় ওয়েবডেস্কঃ ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কার্যত মিনিটে মিনিটে বদলে যাচ্ছে পরিসংখ্যান। আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর সংখ্যাও। এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩০৮। মৃত্যু হয়েছে ৩২ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২৩ জন।
পরিসংখ্যান অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কেরল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৩৪। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন। দক্ষিণের এই রাজ্যে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যা ২২০। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মৃত্যু হয়েছে মোট ৯ জনের। এখনও পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রেই।
এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। পরিসংখ্যান রইল: