ফেসবুক :
আমি, আমার স্ত্রী নিবেদিতা ও দুজন বন্ধু মিলে ঠিক করেছি করোনার বিরুদ্ধে এই যুদ্ধে লকডাউন অবস্থায় যারা বাইরে বেরোতে পারছেন না, অথচ কোনো জিনিস খুব প্রয়োজন হয়ে পরেছে, অথবা কোনো বিপদে পরেছেন, তারা আমাকে যোগাযোগ করুন।
আমার সামান্য ক্ষমতায় যতটুকু পারি আপনাদের কোনো কাজে আসতে পারলে নিজেকে ধন্য মনে করবো। আপনাদের যেকোনো অসুবিধা যেমন ওষুধ, এম্বুলেন্স, ডাক্তার, গাড়ি, মুদিখানা, বাজার, ফল ইত্যাদি যা রোজদিনের প্রয়োজন তারজন্য আমাকে যোগাযোগ করতে পারেন। এমনকি যদি এই অবস্থায় কারো ডিপ্রেশন হয়, বিশেষকরে বয়স্ক মানুষ যাদের সন্তান এই মুহূর্তে বাইরে। পরিচারিকার উপর নির্ভর করে যাদের দিন চলতো। তারাই এখন ঘরবন্দি অবস্থায় সবথেকে দুশ্চিন্তায় রয়েছেন। তাদেরও যদি কাউন্সিলিং করার দরকার পরে তার ব্যবস্থাও আমরা করেছি।
9830165603 এই নাম্বারে আমায় হোয়াটস্অ্যাপ করুন। কারণ আমি যে কাজে থাকি সেখানে অনেকসময় ফোন রিসিভ করার অবকাশ থাকেনা।
আপনাদের সবার কাছে অনুরোধ আমাকে জানান, আমি সর্বত চেষ্টা করবো।
আর বাড়িতে থাকুন, ভালো থাকুন।
অশোক মজুমদার।।