‘করোনা হাসপাতাল’, হবে রাজ্যের ২২টি জেলায় সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের

0
1869

দেশের সময়, ওয়েবডেস্কঃ রাজ্যের ২২টি জেলাতেই একটি করে হাসপাতালকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। কলকাতা ছাড়িয়ে করোনা সংক্রমণ জেলায় ঢুকতেই নজিরবিহীন এই পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন।

সমস্ত জেলা প্রশাসনকে স্বাস্থ্য ভবনের তরফে বলা হয়েছে, সেই জেলার কোন হাসপাতালকে তারা করোনা চিকিৎসার কেন্দ্র হিসেবে চিহ্নিত করছে, তা দ্রুত জানাতে হবে। সেই হাসপাতালে কত বেডের আইসোলেশন ওয়ার্ড হতে পারে, কী কী যন্ত্রপাতি দরকার, কতজন চিকিৎসক-নার্স আছেন, আরও কত লাগতে পারে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য চাওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, জেলার যে হাসপাতালগুলিকে ‘করোনা ডেডিকেটেড’ বলে চিহ্নিত করবে জেলা প্রশাসন সেগুলিতে অন্য চিকিৎসা আপাতত বন্ধ থাকবে। জেলা হাসপাতাল বাদ দিয়ে মহকুমা হাসপাতালগুলির মধ্যে কোনটাতে করোনার চিকিৎসা করা যায় সে ব্যাপারেই জেলা প্রশাসনের থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য ভবন।

গত শুক্রবার থেকে রাজ্যে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের অধিকাংশই জেলার। করোনা পজিটিভ মিলেছে নদিয়ার তেহট্টের এক পরিবারের পাঁচ সদস্যের। উদ্বেগের বিষয় হল এর মধ্যে.তিনজন শিশু। শনিবার করোনা পজিটিভ ধরা পড়ে পূর্ব মেদিনীপুরের এগারার দুই মহিলার। রবিবার হুগলির শেওড়াফুলির এক ব্যক্তির করোনা সংক্রমণের খবর মেলে। এরপরই স্বাস্থ্য ভবন তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয়।

গত সপ্তাহের গোড়ার দিকেই কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা সমস্ত রাজ্যকে অ্যাডভাইজারি পাঠিয়ে বলেছিলেন, সংক্রমণ বাড়তে পারে। তাই পরিকাঠামো যেন তৈরি রাখা হয়। তারপরই বেলেঘাটা আইডির পাশাপাশি রাজারহাটের ক্যানসার হাসপাতালকে আইসোলেশন ওয়ার্ড করার সিদ্ধান্ত নেয় রাজ্য। প্রস্তুত হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজও। এবার জেলায় জেলায় একটি করে হাসপাতাল শুধুমাত্র করোনা চিকিৎসার জন্য প্রস্তুত রাখতে চাইছে স্বাস্থ্য ভবন।

বনগাঁ পুরসভার উদ্যোগ্যে শহর জুড়ে চলছে স্প্রে ও জঞ্জাল পরিষ্কারের কাজ: রইল ছবি:

ছবি- দেশের সময়।

Previous article“আমার শহর বনগাঁ”,২১দিনের লকডাউনে কেমন আছেন এই শহরের মানুষেরা…
Next article২১দিনের লকডাউন:করোনাকে প্রতিহত করতে মরিয়া বনগাঁবাসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here