দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের ভিড়ে উপচে পড়ছে,লকডাউনের জেরে কাজ বন্ধ,বাড়িও ফিরতে পারছেন না

0
3106

দেশের সময় ওয়েবডেস্ক:‌ দিল্লি উপচে পড়ছে পরিযায়ী শ্রমিকদের ভিড়ে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা দিল্লিতে কাজ করতে এসেছিলেন, গোটা দেশে লকডাউনের জেরে তাঁরা এখন স্বাভাবিকভাবেই আটকে পড়েছেন সেখানে। হাতে নেই টাকা পয়সা। দু’‌বেলা দু’‌মুঠো খাবারও পাচ্ছেন না তাঁরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের নিজের বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিনরাজ্যের শ্রমিকরা। বাক্স–প্যাঁটরা গুছিয়ে দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনাসে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। লকডাউনের জেরে কার্যত স্তব্ধ রাজধানী। এমন পরিস্থিতিতে মাথায় আকাশ ভেঙে পড়েছে তাঁদের। তিন কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁদের মাথায় এখন একটাই চিন্তা, ঠিক ভাবে তাঁরা বাড়ি পৌঁছতে পারবেন তো?‌ সন্তান কোলে ভিড় কাটিয়ে এগিয়ে যেতে দেখা যায় মহিলাদেরও। তাঁদের কেউ উত্তরপ্রদেশ, কেউ মধ্যপ্রদেশ, কেউ বা বিহারের বাসিন্দা। সকলের মুখেই চাপা উদ্বেগ।
অনেকেই জানাচ্ছেন, লকডাউনের ঘোষণা হতেই তাঁদের চাকরি চলে গিয়েছে। এখন দিল্লি ঘরভাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই তাঁদের। দু’‌বেলা খাওয়া তো অনেক দূরের কথা। এতকিছুর পরেও সরকারের কোনও হেলদোল নেই। ভিনরাজ্যের শ্রমিকদের কীভাবে সুস্থ স্বাভাবিক অবস্থায় তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেবিষয়ে কোনও উত্তর মেলেনি

Previous articleকোভিড-১৯ এর মোকাবিলায় রাজ্যগুলির রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপাল ও প্রশাসকদের সঙ্গে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির মতবিনিময়
Next articleবিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here