কলকাতায় করোনা আক্রান্ত আরও এক, মোট ১০ জন

0
2658

দেশের সময় ওয়েবডেস্ক: বাংলায় করোনা আক্রান্ত আরও একজন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ১০। জানা গিয়েছে, ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি নয়াবাদ এলাকার বাসিন্দা। মঙ্গলবার ২৩ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা হয় এবং বুধবার রিপোর্ট আসে পজিটিভ। জানা গিয়েছে, এই ব্যক্তি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি।সূত্রের খবর,এই ব্যক্তির পরিবারের কেউও বিদেশে বা করোনা আক্রান্ত দেশগুলিতে সাম্প্রতিক সময়ে যাননি।

রাজ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন লন্ডন ফেরত এক তরুণ। এরপর আক্রান্ত হন বালিগঞ্জের বাসিন্দা এক যুবক। প্রথমজনের পরিবারের সদস্যদের রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় আক্রান্তের পরিবারের তিন সদস্যের শরীরে কোভিড ১৯ সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে। হাবরার বাসিন্দা স্কটল্যান্ড ফেরত এক তরুণীর শরীরেও মিলেছিল করোনাভাইরাসের নমুনা। এরপর দমদমের বাসিন্দা বছর ৫৭-র এক প্রৌঢ়ের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। এছাড়াও মিশর এবং ব্রিটেন ফেরত দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব আক্রান্তই ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে।

কলকাতায় করোনা আক্রান্ত যে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে তাঁর বিদেশ যোগ নিয়ে ইতিমধ্যেই নানা কথা শোনা গিয়েছে। মৃতের পরিবারের দাবি ছিল ওই ব্যক্তি সম্প্রতি বিদেশে যাননি। এমনকি তাঁদের পরিবারের কেউই বিদেশে যাননি সাম্প্রতিক সময়ে। তবে পরে শোনা গিয়েছে ওই পরিবারে একজন বিদেশ থেকে এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন মৃত ব্যক্তির পরিবারে ইতালি থেকে একজন এসেছিলেন। তবে এই ব্যক্তির বিদেশ যোগ নিয়ে নানা কথা উঠলেও নতুন করে আক্রান্ত ব্যক্তি বিদেশ যাননি বলে জানা যাচ্ছে। সেইসঙ্গেই উঁকি দিচ্ছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। এমনিতেও এই সপ্তাহটাই বাংলার জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছিল কারণ এই সপ্তাহেই স্টেজ থ্রি বা গোষ্ঠী সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, যেমনটা ইতালিতে হয়েছিল। ফলে দশম আক্রান্তের খোঁজ পাওয়ার পরেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে শহরে।

Previous articleদেশজুড়ে ‘লকডাউন’ সফল করতে লাঠিপেটা করল পুলিশ,বাহবা আমজনতার
Next articleবনগাঁ,গাইঘাটা,হাবড়ায় ডিম মাংসের দাম আগুন, কালোবাজারি রুখতে পুলিশ আরও একটু তৎপর হোক চাইছে মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here