দেশের সময় ওয়েবডেস্কঃ ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। নারীদের জন্য চিহ্নিত এই দিনটিকে বিশেষভাবে পালন করার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে মহিলা ক্রু বেঙ্গালুরু থেকে মহীশূর পর্যন্ত রাজ্যরানি এক্সপ্রেস চালাচ্ছেন।
পীযূষ গোয়েল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “মহিলাদের আরও সশক্তিকরণের লক্ষ্যে, আগামী আন্তর্জাতিক মহিলা দিবসের প্রাক্কালে, বেঙ্গালুরু এবং মহীশূরর মাঝখানে ট্রেন চালানোর দায়িত্ব পালন করলেন রেলের মহিলা কর্মচারীরা।”
Towards Empowering Women: Commemorating the upcoming International Women’s Day, Rajya Rani Express train between Bengaluru & Mysuru was run by an all women crew today.
Watch Railways motorwoman expertly navigate the train through the interiors of our nation. pic.twitter.com/TLPF8PHfma
— Piyush Goyal (@PiyushGoyal) March 1, 2020
শুধু রেলমন্ত্রীই নন, রেল মন্ত্রকও আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি টুইট করেছে। তাতেও রয়েছে একটি ভিডিও যাতে দেখা যাচ্ছে ভারতীয় রেলে কীভাবে মহিলা কর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
Indian Railways : Empowering Women ! #EachforEqual pic.twitter.com/OaBGagplRt
— Ministry of Railways (@RailMinIndia) March 2, 2020