গত ২৪ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে শাহরুখের বিরুদ্ধে। মোট ৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার সাতদিন পর উত্তরপ্রদেশের শামলী থেকে শাহরুখকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। এই কদিন শাহরুখ কোন কোন ডেরায় ঘাঁটি গেড়েছিলেন, কারা তাকে অস্ত্র পাচার করেছিল, দিল্লি হিংসার ঘটনায় তার সঙ্গে আর কে কে যুক্ত ছিল এইসব জানতেই এখন শাহরুখকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
২৩ ফেব্রুয়ারি রবিবার রাত থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর-পূর্ব দিল্লি। সিএএ বিরোধী এবং সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের জেরে অশান্তির আঁচ ক্রমশই বাড়তে থাকে। টানা পাঁচদিন ধরে রাজধানী শহরের বুকে চলে তাণ্ডব। পুড়েছে অসংখ্য দোকানপাট, বাড়িঘর, স্কুল-গাড়ি ও আরও অনেক কিছু। হিংসার বলি হয়েছে ৪৬ জন। আহত ৩০০-র বেশি মানুষ। ১২৩টি এফআইআর দায়ের হয়েছিল এই তাণ্ডবের জেরে। গ্রেফতার হয়েছে ৬৩০ জন।
রবিবার থেকে শুরু হওয়া অশান্তির জেরে সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয়েছিল দিল্লি হিংসার ছবিতে। আর সেখানেই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই শাহরুখের ছবি। দেখা যায় বন্দুক হাতে প্রকাশ্য দিবালোকে রাজধানীর রাস্তায় এক পুলিশ কনস্টেবলের উপর আস্ফালন দেখাচ্ছে সে। ভাইরাল হওয়া কয়েক সেকন্ডের ভিডিও ফুটেজ দেখে শিউরে উঠেছিলেন দেশবাসী। অবশেষে বছর ৩৩-এর এই বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে শাহরুখের গ্রেফতারি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলেও জানা যাচ্ছে এবার সত্যিই তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে গ্রেফতার বন্দুকবাজ শাহরুখ। দিল্লির রাস্তায় বন্দুক উঁচিয়ে এক নিরস্ত্র পুলিশ কনস্টেবল দীপক দাহিয়াকে তাড়া করেছিল এই যুবক। গত সপ্তাহের দিল্লি হিংসার সময়ে সোশ্যাল মিডিয়ায় বারবার ঘুরে ফিরে এসেছিল লাল টি-শার্ট পরা এই যুবকের ছবি। মাঝে শোনাও গিয়েছিল তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে কদিন আগেই দিল্লি পুলিশের একটি বিশেষ সূত্র মারফত জানা গিয়েছিল তখনও আদৌ ধরা পড়েনি শাহরুখ। তার খোঁজে তল্লাশি চলছে। এরপর মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরের বাসিন্দা শাহরুখকে গ্রেফতার করেছে পুলিশ।