দেশের সময় বনগাঁ: বনগাঁ মতিগঞ্জ এর শিমুলতলা শান্তি সংঘের উদ্যোগে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ম্যারাথন দৌড় দিয়ে শনিবার এই উৎসবের সূচনা হয়। এদিন সকালে গাঁড়াপোতা বাজার থেকে বনগাঁ পর্যন্ত এই ম্যারাথন দৌড়ে বনগাঁ ছাড়াও বারাসাত, বসিরহাট থেকে একাধিক পুরুষ ও মহিলা দৌড়বিদ অংশ নেন।
এরপর ক্লাব প্রাঙ্গণে শুরু হয় রক্তদান শিবির। সঙ্গে ছোটদের গান, নৃত্য, আঁকাও আবৃত্তি প্রতিযোগিতা। শনিবার এবং রবিবার গোটাদিন ধরে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার অর্থাৎ শেষ দিন বিচিত্রানুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে বলে ক্লাবের পক্ষে নিত্য গোপাল দাস জানান। উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপুজোয় অভিনবত্বের ছাপ রাখে। পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকে। এই ঐতিহ্যপূর্ণ শান্তি সংঘ ক্লাব।