বনগাঁ মতিগঞ্জে ট্রাক টোটো সংঘর্ষ জখম অন্তত ১১ জন

0
8692

বিশ্বজিৎ কুণ্ডু,দেশের সময়, বনগাঁ:

কিছু বুঝে ওঠার আগেই সজোরে দ্রুতগতিতে এসে একটি ট্রাক একটি যাত্রী বোঝাই টোটোতে ধাক্কা দিলে গুরুতর ভাবে জখম হন টোটোর পাঁচ জন যাত্রী সহ মোট ১১জন। এদের মধ্যে অনকেই এই সময় যশোর রোড পারাপার করছিল বলে স্থানীয় সূত্রের খবর।

টোটোর এক মহিলা যাত্রী সন্ধ্যা সরকার এবং একটি শিশু বনগাঁ ১০নং ওয়ার্ড এর বাসিন্দা তাঁদেরকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা গুরুত্ব বুঝে কলকাতা আর জি কর হাসপাতালে ট্রান্সফার করেন তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উওর ২৪পরগনার বনগাঁ মতিগঞ্জ এলাকায়। এ দুর্ঘটনার কথা শুনেই বনগাঁ পুরোপ্রধান শঙ্কর আঢ্য এবং প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ ঘটনা স্থল থেকে বনগাঁ হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার ব্যাবস্থা করেন বলে তাঁরা জানান৷

দেখুন ভিডিও:ছবি তুলেছেন-বিশ্বজিৎ কুন্ডু৷

Previous articleউহানে আটকে পড়া পাক ছাত্রদের পাশে ভারত
Next articleআটক মুকুল- কৈলাস, টালিগঞ্জে ধুন্ধুমার বিজেপির মিছিল ঘিরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here