২৮ জানুয়ারি কলকাতার ৪৪তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী,এবারের থিম দেশ রাশিয়া

0
338

দেশের সময় ওয়েবডেস্কঃ ২৮ জানুয়ারি কলকাতার ৪৪তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। আগামী মঙ্গলবার সন্ধে ৬টায় বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাশিয়া ও বাংলার বিশিষ্ট লেখক ও ব্যক্তিবর্গ। ২৯ জানুয়ারি সরস্বতী পুজো। সে কারণেই বইমেলা উদ্বোধনের অনুষ্ঠান এগিয়ে আনা হয়েছে বলেই সূত্রের খবর।

আগামী বুধবার থেকে শুরু হবে বাংলার অন্যতম পার্বণ বইমেলা। এবারের থিম দেশ রাশিয়া। প্রায় ৬০০ স্টল থাকছে এবার বইমেলায়। লিটল ম্যাগাজিনের জন্য ২০০টি টেবল। ৯টি প্রবেশ ও প্রস্থানের রাস্তা করা হচ্ছে। দুটি বড় হল তৈরি হচ্ছে প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন এবং বিশিষ্ট নাট্যকার গিরিশ কারনাডের নামে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের নামকরণ হচ্ছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে। প্রয়াত সাংবাদিক, সম্পাদক শুভা দত্তের নামে প্রেস কর্নারের নামকরণ হয়েছে। মুক্ত মঞ্চের নামকরণ হয়েছে অদ্রীশ বর্ধনের নামে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি বলেন, মোট ২০টি দেশ অংশগ্রহণ করছে।

বাংলাদেশ থেকে আসছে ৪০টি প্রকাশনী সংস্থা। এবারের বইমেলায় থাকছে সাইকেল স্ট্যান্ড এবং প্রকাশ করা হবে একটি অ্যাপ। এই অ্যাপে বইমেলার সমস্ত তথ্য পেয়ে যাবেন পাঠকরা। রাশিয়া, কোস্টারিকা, স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, গুয়াতেমালা, আর্জেন্টিনা থেকেও লেখকরা যোগ দেবেন এবার৷

Previous articleপ্রজাতন্ত্র দিবসে রাজ্যজুড়ে বাড়তি সতর্কতা, কড়া নজর সীমান্তে
Next articleমন্দিরের দান বাক্স ভেঙে দুঃসাহসিক চুরি বনগাঁয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here