দেশের সময় ওয়েব ডেস্ক:গন্তব্যে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। আর তা সম্ভব হবে রেল যাত্রার মাধ্যমে। এমনি ভাবনা নিয়ে বাড়ি থেকে রওনা হলেন, কিন্তু স্টেশনে উপস্হিত হতেই বাঁধ সাধলো লম্বা লাইন। কোন উপায় না পেয়ে থমকে যেতে হলো আপনাকে। সমস্যা নতুন না হলেও খুব যে দুশ্চিন্তার তা বলাই বাহুল্য। আর এই সমস্যা থেকে যাত্রীদের মুক্তি দিতে এবার নতুন পদক্ষেপ নিলো আইআরসিটিসি। এবার থেকে আর লম্বা লাইন নয় অনলাইনের মাধ্যমে বুক করা টিকিট পৌঁছে যাবে আপনার বাড়িতে। দায়িত্বে অ্যানডুরিল টেকনোলজিস। বুক করা টিকিট আপনার বাড়িতে পৌঁছালে তার মূল্য প্রদান করতে হবে আপনাকে। পাশাপাশি যাত্রা শুরুর পাঁচ দিন আগেই সম্পুর্ন করে ফেলতে হবে পুরো প্রক্রিয়া। এক্ষেত্রে ডেলিভারির জন্য স্লিপার ক্লাসের টিকিট হলে ৪০টাকা ও শীততাপনিয়ন্ত্রিত কামরার টিকিট হলে ৬০টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহককে। অ্যানডুরিল টেকনোলজিস-এর ওয়েবসাইড ও অ্যাপের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পুর্ন করতে পারবেন আপনি।