দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার আকাশপথে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বুলবুল আক্রান্ত অঞ্চল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন শেষে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি ঘোষণা করেছেন, প্রত্যেক জেলার জন্যই টাস্ক ফোর্স তৈরি করা হবে।
জেলা প্রশাসনগুলিকে তিনি এরপর নির্দেশ দেন, যেহেতু ঝড়ের পর এখন বিপর্যস্ত অবস্থা সেকারণে টাস্ক ফোর্স প্রতি ৪৮ ঘণ্টা অন্তর নজরদারি চালাবে বিপর্যস্ত অঞ্চলগুলিতে। মৎস্য, সেচ, পরিবহন, স্বাস্থ্য সহ জেলা প্রশাসনের একাধিক দপ্তর একযোগে কাজ করবে টাস্ক ফোর্সের আওতায়।
দুর্গতদের কাছে যাতে বেবি ফুড, শুকনো খাবার, ওষুধপত্র, পোশাকের মতো প্রয়োজনীয় জিনিস সমপরিমাণে বিতরণ হয়, সেদিকে নজর রাখবে টাস্ক ফোর্স। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া কোনওরকম খাবার, ওষুধ বা বেবি ফুড যেন না বিলি না হয় সেদিকও কড়া লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন মমতা। ঘূর্ণিঝড়ের ধাক্কায় কাকদ্বীপে সেচের ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি এদিন ঘোষণা করেন ফসলের বিমা ১০০ শতাংশ করতে হবে।