ব্রিগেডের সমর্থনে বসিরহাটে তৃণমূলের কর্মীসভা

0
923

দেশের সময় ওয়েব ডেস্ক: মঙ্গলবার বসিরহাট ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে কর্মী সভায় মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বক্তব্য রাখেন, ব্লক সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লা, যুব নেতা সমীর বাছার , মহিলা সভানেত্রী তথা পঞ্চায়েত সমি তির সহ সভাপতি লক্ষ্মী বিশ্বাস প্রমুখ। ব্রিগেডের সমর্থনে বসিরহাট ২নম্বর ব্ল কের খোলাপোতায় আগামী ১ ডিসেম্বর কর্মী সভা করতে আসছেন দলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা যুব সভাপতি পার্থ ভৌমিক, জেলার কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামী প্রমুখ। এই কর্মী সভাকে সুসংগঠিত রূপ দিতে খোলাপোতা অঞ্চল তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমে পড়েছে৷ অঞ্চল সভাপতি প্রকাশ রায়, আহ্বায়ক সোমনাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান তথা কার্যকরী সভাপতি অপরেশ মুখোপাধ্যায়, স্থানীয় নেতা সুবীর গুপ্ত, সুজিত মন্ডল, আব্দুল মন্ডলরা ব্লকের কর্মী সভা থেকে বেরিয়েই ১ডিসেম্বরের সভার প্রস্ততিতে কাজে নেমে পড়েছেন । ব্রিগেডের সমাবেশে এবার বসিরহাট ২ নম্বর ব্লক থেকে সরোজ বাবু ও এটিএম অাব্দুল্লার মেতৃত্ব অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল মানুষ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে যাবেন বলে এই প্রতিবেদককে বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা ঘোষ, ধান্যকুড়িয়ার উপ-প্রধান সুখেন্দু ঘোষ ও মাটিয়া-শ্রীনগর পঞ্চায়েতের প্রধান মোস্তাক আহমেদ। দেওয়াল লিখন, তোরণ এবং গ্রামে গ্রামে ফ্লেক্স লাগানোর কাজে তরুণ কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা হালকা শীতের রাতেও নজরকাড়া।

Previous articleবাগদায় স্কুলে ভয়াবহ চুরি
Next articleঅপরূপ কুমায়ুন  (৩য় পর্ব)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here