এক পরিবারে পরিণত হয় বনগাঁর মতিগঞ্জ সাহাপাড়ার দুর্গাপুজো

0
1257

দেশের সময়,বনগাঁ: দুর্গাপুজোকে কেন্দ্র করে এক পরিবারে পরিণত হয় বনগাঁর মতিগঞ্জ সাহাপাড়া। সাহাপাড়া শীতলা মন্দির পরিচালিত এই পুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দূরদূরান্ত থেকে মানুষজন আসেন অংশ নিতে। প্রায় ৪০ বছর আগে এই পাড়াতে প্রথম শীতলা পুজো দিয়ে শুরু হয় পথ চলা।

সেই সময় পাড়ার বয়স্ক মানুষেরা এই শীতলা পূজা পরিচালনা করতেন। পরবর্তীতে এই পুজোর দায়িত্বভার নেন পাড়ার বাসিন্দা তপন সাহা। তার নেতৃত্বে একে একে এখানে কালীপুজো, শিব পুজো, গ্রহরাজের পুজো এবং রাধাকৃষ্ণের পুজো শুরু হয়। বছর চারেক আগে পাড়ার বাসিন্দাদের আগ্রহে শীতলা মন্দিরে শুরু হয় দুর্গাপুজো। এবছরও শাস্ত্র মতে নিয়ম মেনে এই পুজোর আয়োজন করা হয়েছে।

পুজো উদ্যোক্তারা জানালেন, ষষ্ঠীতে বোধন এর পর থেকেই সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন এই পাড়ার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের পাড়া থেকে প্রচুর মানুষ মন্দিরে প্রসাদ গ্রহণ করেন। সপ্তমীতে খিচুড়ি, পোলাও, অষ্টমীতে লুচি, ছোলার ডাল, তরকারি, পায়েস, লাড্ডু, আর নবমীতে সাদা ভাত, ডাল, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনির ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা।

প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ এই মন্দিরে প্রসাদ গ্রহণ করছেন। পুজোর পাশাপাশি দরিদ্র মানুষদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। দূর দূরান্তে বিয়ে হয়ে যাওয়া এই পাড়ার মেয়েরা পুজোর সময় বাপের বাড়িতে এসে এই পুজোয় অংশ নেন। পূজোকে ঘিরে এক পরিবারে পরিণত হয় বনগাঁ মতিগঞ্জ এর সাহাপাড়া শীতলা মন্দির পরিচালিত বারোয়ারি দুর্গাপূজো।

Previous articleমহানবমীর সকালে বৃষ্টিতে ভিজল পুজো মণ্ডপ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
Next articleদেশের সময়-পুজো পরিক্রমা: বনগাঁ ১২’র পল্লী স্পোর্টিং ক্লাব:দেখুন ভিডিও:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here