ডিসেম্বর থেকেই মিলবে আবাসের টাকা, দুর্নীতি ঠেকাতে নতুন করে সমীক্ষার নির্দেশ মুখ্যমন্ত্রীর
দেশের সময়: ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার যদি বাংলায় আবাস যোজনার টাকা না দেয়, তাহলে রাজ্য সরকারই নিজের তহবিল থেকে সেই টাকা দেবে। বাংলার গরিব মানুষের মাথার উপর যাতে পাকা ছাদ হয়, সেই ব্যবস্থা করবে রাজ্য সরকার। ভোট মিটতেই এ ব্যাপারে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের পর নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠকে মমতা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে আবাস যোজনার টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ডিসেম্বর থেকেই ওই টাকা দেওয়া যাতে শুরু করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তবে টাকা দেওয়া শুরু করার আগে আবাস যোজনা নিয়ে আরো একবার সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন মমতা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ঠিক মত দেখে নিতে হবে বাংলার কোন গরীব মানুষ, যাদের মাথার উপর ছাদ নেই, তারা যাতে এই প্রকল্প থেকে বাদ না পড়েন। অর্থাৎ যাদের আবাস যোজনার ঘর পাওয়ার কথা, তারাই যাতে এই প্রকল্পের সুবিধা পান, সেটাই নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের ধারণা, আবাস যোজনার তালিকায় যাতে কোনরকম দুর্নীতি না হয় সেটাই নিশ্চিত করতে চাইছেন মমতা। সে কারণেই নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, এই অভিযোগে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে একাধিকবার দিল্লি থেকে টিম এসেছে তদন্তে। তারা জেলায় জেলায় গিয়ে তদন্ত করেছে। কিন্তু তারপরও কেন্দ্র থেকে আবাস যোজনার টাকা ছাড়া হয়নি। আর এ নিয়েই ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের টাকাও আটকে রেখেছে। কিন্তু বাংলার শ্রমিকরা যাতে বঞ্চিত না হন, সেজন্য রাজ্য সরকারের তহবিল থেকেই ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার একইভাবে তিনি আবাস যোজনার টাকাও রাজ্যের তহবিল থেকে দিতে চান। পাশাপাশি বাংলার প্রতি বঞ্চনার ইস্যুতে তৃণমূল সাংসদদের সংসদে সরব হওয়ারও নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।