দেশের সময়আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শনিবার মহালয়া। অর্থাৎ সব মিলিয়ে আর একসপ্তাহও বাকি থাকবে না। তবে মহালয়ার আগেই পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিকেলে প্রথমে হাতিবাগান সার্বজনীন এবং চালতাবাগানের লোহাপট্টি সার্বজনীনের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তবে পিতৃপক্ষ থাকায় কোথাও প্রদীপ জ্বালাননি। বদলে দেবীকে ফুল দিয়ে বরণ করেন মমতা। চালতাবাগানের পুজো উদ্বোধনের পর মমতা বলেন, ‘এ বছর পুজো উদ্বোধন শুরু করেছি হাতিবাগান থেকে।
এরপরই চালতাবাগানে এলাম। তবে পিতৃপক্ষ থাকায় কোথাও প্রদীপ জ্বালায়নি। কাল দেবীপক্ষ পড়লে প্রদীপ জ্বালাবো। খুব ভাল হয়েছে প্যান্ডেল এবং মূর্তি। আপনাদের স্বাগত। আপনারা ভাল থাকুন। ধর্ম যার যার, উৎসব সবার।’ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পালরা।
ছবি: বোসপুকুর শীতলামন্দির। রবিবার এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। -কুন্তল চক্রবর্তী।