২৫ বৈশাখ শেষে তাপমাত্রা বাড়ছে, আবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, জানিয়েছে হাওয়া অফিস

0
1674

দেশের সময় ওয়েবডেস্কঃ ২৫ বৈশাখে বাঙালি অনলাইনে মেতেছিল কবিস্মরণে৷ গান, আবৃত্তি, নৃত্য আরও কত কী করে উদযাপন করল এবার! তবে বেশির ভাগটাই গৃহবন্দি হয়ে! এবছর লকডাউনে বন্দি গোটা দেশ। সেই সঙ্গে শহরে বাড়ছে সূর্যের দাপট। দিনের তাপমাত্রা যেমন বেড়েছে তেমনই বেড়ছে রাতের তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। জলীয়বাস্পের পরিমান বেশি থাকায় সারাদিন গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বিজ্ঞাপণ:

তবে, আশার কথা এই যে-বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বইতে পারে হালকা ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ে কার্যত তছনছ হয়ে গিয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বিস্তীর্ণ অংশ। ভেঙে গিয়েছে প্রচুর কাচা বাড়ি। উপড়েছে একাধিক গাছপালা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন প্রশাসনিক কর্তারা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়।

Previous articleবাংলায় শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতে দিচ্ছেন না মমতা, অবিচার হচ্ছে ,চিঠিতে অভিযোগ অমিত শাহের
Next articleপ্রসব যন্ত্রণা নিয়ে কোয়ারেন্টাইন সেন্টার থেকে হাসপাতালে জন্ম দিলেন পুত্র সন্তান মা নাম রাখলেন করোনা করিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here