১ লক্ষ ৩০ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে,রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর ঘোষণা

0
912

দেশের,সময়ওয়েবডেস্ক: রেলে চাকরী প্রার্থীদের জন্য সুখবর । ১,৩০০০০ শূন্য পদে নিয়োগ করবে রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঘোষণা করল ১,৩০০০০ শূন্য পদে নিয়োগ হবে। এনটিপিসি,প্যারা মেডিকেল স্টাফ, মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি ও লেভেলে যারা চাকরি খুঁজছেন তারা ২৮ শে ফেব্রুয়ারি ২০১৯ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরআরবি ও এনটিপিসি-এর জন্য আবেদন জানানো যাবে ২৮ ফেব্রুয়ারি থেকে। প্যারা মেডিকেল স্টাফদের ক্ষেত্রে এই আবেদন করা যাবে ৪ ফেব্রুয়ারি থেকে। আরআরবি মিনিস্টারিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিদের জন্য আবেদনের দিন ৮ মার্চ।

আরআরবি লেভেল ওয়ান পোস্টের জন্য আবেদন করা যাবে ১২ই মার্চ থেকে।

শিক্ষাগত যোগ্যতা: ২০১৯এর আরআরবি এনটিপিসি-এর বিজ্ঞপ্তি অনুযায়ী

বয়স সীমা: সর্বনিম্ন – ১৮ বছর
সর্বোচ্চ – ৩৩ বছর

নির্বাচন প্রক্রিয়া – কম্পিউটার পরীক্ষার ভিত্তিতে নির্বাচন হবে।

আবেদন মূল্য – এস সি / এস টি / এক্স সার্ভিস ম্যান / পি ডব্লু বি ডি এস / ফিমেল / ট্র্যান্সজেন্ডার / মাইনরিটিস / ইকনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস – ২৫০ টাকা, অন্যান্য – ৫০০ টাকা

প্রয়োজনীয় তারিখ –
আবেদন শুরুর তারিখ – ২৮.২. ২০১৯
আবেদন শেষের তারিখ – খুব শীঘ্রই জানানো হবে

Previous articleএবার গোয়েন্দাদের নানা প্রশ্ন, সঙ্গে ফিটনেস চেক আপ হবে অভিনন্দনের
Next articleবিধায়ক খুনের জট খুলতে বিজেপি নেতাকে সিআইডি র তলব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here