হাবড়ায় আগুনে পুড়ে ছাই বই-খাতা দিশাহারা কলেজ ছাত্রী

0
566

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোররাতে পাশের বাড়িতে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেল দ্বিতীয়বর্ষের ছাত্রীর বই-খাতা। সামানেই দ্বিতীয়বর্ষের পরীক্ষা, বইপত্র ছাড়া কীভাবে তিনি পরীক্ষা দেবেন? তা বুঝতে পারছেননা। সঙ্গে তাঁর দাদার জমানো ৭০ হাজার টাকাও পুড়ে ছাই ওই আগুনে। সমস্ত কিছু হারিয়ে এখন দিশাহারা হাবড়ার দুই পরিবার।

ঘটনাটি ঘটেছে উত্তর২৪পরগনার হাবড়ার-১ নম্বর ওয়ার্ডের আয়রা এলাকায়।স্থানীয়রা জানিয়েছেন, বুধবার গভীর রাতে শিবু ভট্টাচার্য নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। ৮৩ বছরের ওই বৃদ্ধ যজমানি করেন। বৃদ্ধ স্ত্রী ও দুই নাতি নিয়ে থাকেন। এদিন হঠাৎ তাঁর বাড়িতে আগুন লাগায় বাড়ির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। প্রয়োজনীয় কাগজ পত্র এমনকী বাড়িতে রাখা ৫০ হাজার নগদ টাকা ওই আগুনের গ্রাসে চলে যায়। কোনও ক্রমে পালিয়ে বাঁচেন তাঁরা।

স্থানীয়রা আরও জানান, শিবু ভট্টাচার্যের বাড়ির সিলিন্ডার ফেটে আগুন আরও ভয়ংকর আকার নেয়। পাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে। ওই বাড়িতে থাকেন সঞ্জয় দে। পেশায় তিনি ভ্যান চালক। সঞ্জয়ের ছেলে মৃত্যুঞ্জয় ক্যাটারিং ও মোবাইল সারাইয়ের কাজ করেন। মেয়ে সহেলি দ্বিতীয়বর্ষের ছাত্রী। শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে ইতিহাস নিয়ে আনর্স পড়ছেন।

এদিন আগুনের গ্রাসে সহেলির সমস্ত বইখাতা, এমনকী কলেজের নথিও পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে দাদা মৃত্যুঞ্জয়ের জমানো ৭০ হাজার টাকাও ঝলসে যায়। দুই পরিবারের অবশিষ্ট বলতে পরনের পোশাকটুকুই রয়েছে। খোলা আকাশের নীচে কাটাতে হচ্ছে তাঁদের।
পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারাই ঘটনার টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে তারা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠায়। দমকল গিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে  ভুক্তভোগীদের দাবি, যতক্ষণে দমকল এসছে, ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল দুই পরিবারে। অবশিষ্ট কিছু ছিলনা। কোনও ক্রমে দুই পরিবারের সদস্যদের প্রাণটুকু বেঁচে গিয়েছে। সমস্ত কিছু হারিয়ে এখন তাঁরা দিশাহারা।

Previous articleমর্মান্তিক! জোড়াবাগানে ৯ বছরের নাবালিকার গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র এলাকা
Next articleজুলাই মাসে হবে কলকাতা বইমেলা, গিল্ডের বিজ্ঞপ্তিতে খুশির হাওয়া বই-মহলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here