দেশের সময় ,হাবরা: জলমগ্ন উত্তর ২৪পরগনার হাবরা ১ নম্বর ব্লকের ৯ টি গ্রাম গত রবিবার পরিদর্শন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন এই গ্রামগুলির ৫৬ টি পরিবার জলমগ্ন তাদেরকে উঁচু জায়গায় থাকার ব্যবস্থা করার পাশাপাশি ত্রিপল এবং খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন খাদ্যমন্ত্রী৷
সম্প্রতি অতিভারী বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে হাবড়ার বিভিন্ন গ্রামগুলি। সমস্যা সমাধানের লক্ষে তৎপর রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
মঙ্গলবার দুপুরে হাবড়া ১ নম্বর বিডিও অফিসে সেচ দপ্তরের আধিকারিক ও প্রশাসনিক কর্তাদেরকে নিয়ে এক জরুরী বৈঠক করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। এরপর আধিকারিকদের সঙ্গে নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে নৌকায় স্বরুপনগরের টিপি বাঁধ পরিদর্শনে গিয়ে এলাকার মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদেরকে সাহায্য করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি খুব তাড়াতাড়ি টিপি বাঁধ কেটে ফেলা হবে বলে আশ্বাসও দেন তিনি।
সম্প্রতি অতিভারী বৃষ্টির ফলে সামগ্রিকভাবে জমা জল জমে প্লাবিত হয়ে গেছে বিভিন্ন গ্রাম। গত রবিবার ওইসব দূর্গত এলাকায় পরিদর্শনে গিয়ে এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে। কোন মিথ্যা প্রতিশ্রুতি নয়, মানুষের সাহায্যে এই সরকার যে প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ তা আবারও প্রমাণ করলেন জ্যোতিপ্রিয়।
মঙ্গলবার দুপুরে জেলার সেচ দপ্তরের আধিকারিক ও স্থানীয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে স্বরুপনগরের টিপি বাঁধ পরিদর্শন করে এই বাঁধ ভাঙার আশ্বাস দেন খাদ্যমন্ত্রী। বর্ষার পরেই এর কাজ শুরু হবে বলে মন্ত্রী জানান।