দেশের সময়ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়২oo৮সাল থেকে স্নাতকোত্তর বাংলা বিভাগের ফটো পাঠান শুরু হয় ৷ তারই ১০বছর পূর্তি উপলক্ষে সোমবার স্নাতকোত্তর পাঠক্রম উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে কয়েকজনের হাতে শংসাপত্র তুলে দেয়া হলো৷ শংসাপত্র প্রধানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বাসব চৌধুরী ৷
কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা শ্যামলী পাল বনগাঁর মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক অনিল কুমার রায়, প্রাক্তন বিধায়ক (বনগাঁ)গোপাল শেঠ ,কলেজ পরিচালন সমিতির সদস্য প্রমূখ ৷এদিন স্নাতকোত্তর বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের দুই ছাএীর হাতে শংসাপত্র তুলে দেন উপাচার্য পরে বাকি আরো ৬oজনের হাতে কলেজের পক্ষ থেকে এ শংসাপত্র প্রদানকরা হয়।উপাচার্য ডক্টর বাসব চৌধুরী বলেন ইউনিভার্সিটি কমিশনের নিয়ম অনুযায়ী কলেজ লেভেলে সমাবর্তন অনুষ্ঠান করার নিয়ম নেই তাই এদিন সমাবর্তন না হলেও তার মতো করেই শংসাপত্র প্রদান করা হলো ৷এটা ছাত্র-ছাত্রীদের জীবনে এক অন্যতম প্রাপ্তি স্নাতকোত্তর৷ উত্তীর্ণ হওয়া মানে সাধারণ পড়াশোনা শেষ ধাপের অনু তাই এদিন যারা শংসাপত্র পেলেন তাদের জীবনে আজ একটি অন্যতম দিন এদিনের অনুষ্ঠানে শংসাপত্র প্রাপক
প্রথম বর্ষের ছাত্রী সোমা চক্রবর্তী দ্বিতীয় বর্ষের ছাত্রী সোমাঞ্জনা মুন্সি জানালেন আজকের দিনটি আমাদের জীবনের একটি স্মরণীয় দিন দেরিতে হলেও নিজের কলেজেই উপাচার্যের হাত থেকে শংসাপত্র পেয়ে আমরা আপ্লুত বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ বলেন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েই ১0 বছর পরে হলেও আজ থেকে আমরা এই কলেজ থেকে বাংলা স্নাতকোত্তর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র দেওয়ার কাজ শুরু করলাম এদিন হাতেগোনা কয়েকজনের হাতে তুলে দেওয়া হয়েছে বাকিদেরও ধাপে ধাপে
শংসাপত্র তুলে দেওয়া হবে তিনি আরো জানান কলেজের নিরাপত্তার স্বার্থে এদিন ২৪ টি সি সি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে এর আগে প্রথম পর্যায়ে আরো ১২ টি ক্যামেরা লাগানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে ৷উল্লেখ্য সপ্তাহব্যাপী এনএসএস এর কর্মসূচি পালনের দিন ছিল ৷এদিন এই কর্মসূচিতে সেমিনার সেভ ড্রাইভ সেভ লাইভ সহ একাধিক কর্মসূচি পালন করা হয় কর্মসূচির অংশ হিসাবে এদিন পরিবহন দপ্তর এর সাহায্যে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এর পাশাপাশি এদিন বিভিন্ন পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেয়া হয়।