দেশের সময় ওয়েবডেস্কঃ পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ দেখালো শ্রীরামপুরের বাসিন্দা স্বপন দাস।স্কুটির শ্রাদ্ধশান্তির আয়োজন করলেন স্বপনবাবু। হিন্দুমতে রিতিমত ন্যাড়া হয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে শ্রাদ্ধশান্তি অনুষ্ঠিত হলো শ্রীরামপুর বারোজীবি এলাকায়।
দিন দিন পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারন মানুষ পড়েছে সমস্যায়। বছর কয়েক আগে স্ত্রীর মন রাখতে স্কুটি কিনে দিয়েছিলেন শ্রীরামপুরের বাসিন্দা স্বপন দাস। নিজের একটি বাইকও আছে। কিন্তু যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে গাড়িতে তেল ভরার পয়সা প্রায় নেই। প্রিয়তমাকে বুঝিয়ে আপাতত স্কুটি গ্যারেজের কোনায় রেখে দেওয়া ছাড়া উপাই নেই।আপাতত গ্যারেজে তাঁদের প্রিয় স্কুটি। তেলের দামের ঊর্দ্ধমুখী বাজার কবে নিন্মগামী হবে তারও ঠিক নেই।
স্কুটি শ্রাদ্ধের কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস। স্কুটির প্রতিকৃতির সামন চলে শ্রাদ্ধেরআয়োজন। যা দেখতে রীতিমতো ভিড় জমে ওই এলাকায়।
শুক্রবার উত্তর ২৪পরগনার হাবরায় যশোর রোড অরোধ করে প্রতীকী প্রতিবাদ করেন হাবরা ব্লক তৃণমূল কংগ্রেস। গ্যাসের সিলিন্ডার হাতে এবং রাস্তায় রেখে বিক্ষোভ দেখান হয়৷
ছবি-তুলেছেন দেবানন্দ পাইন ৷