সৌরভ-লক্ষ্মী দুজনের গন্তব্য কি বিজেপি? কি বলছেন বিজেপি নেতা!

0
725

দেশের সময় ওয়েবডেস্কঃ একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপরজন রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরই মুখ খুলেছেন। প্রথম জন সৌরভ গঙ্গোপাধ্যায় আর দ্বিতীয় জন লক্ষ্মীরতন শুক্লা। আর এই দুজনকে নিয়েই রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনা, দুজনেরই কি গন্তব্য বিজেপি। যদিও অসুস্থ হওয়ার আগে সৌরভ রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবে, প্রথমে রাজ্যপাল ও পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ সেই সম্ভাবনাকে আরও উসকে দিয়েছে।

অপরদিকে, লক্ষ্মী এদিন বলেছেন, ‘আপাতত রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।’ কিন্তু বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবার যা বললেন, তাতে দুজনের সঙ্গেই বিজেপির ‘যোগের’ জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গেল।

বৃহস্পতিবার শমীক বলেন, ‘লক্ষ্মীরতন অলরাউন্ডার ছিল। সব করতে পারে। কিন্তু তৃণমূলের পিচ তাঁর জন্য নয়। এবার তিনি তৃণমূলের হয়ে নয়, বিরুদ্ধে বল করেন কিনা, সেটা ভবিষ্যৎই বলে দেবে।’ এরপরই শমীকের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘আমি শুনেছি, বিশ্রাম নেওয়া সম্পূর্ণ হয়ে গেলেই সৌরভ আর লক্ষ্মীরতন একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন।’ কেন দল ছাড়লেন লক্ষ্মী? শমীকের ব্যাখ্যা, ‘ভালো মানুষদের জায়গা নেই তৃণমূলে।

লক্ষ্মীরতন সরল মনের মানুষ। সে তৃণমূলে থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। চারিদিকে নানা জন বৈঠকে বসছে। সকলেই চায় বিজেপিতে আসতে।’

শমীক যেদিন এমন কথা বলছেন, সেদিন সাংবাদিক বৈঠকের আগে তাৎপর্যপূর্ণ ট্যুইট করেছেন লক্ষ্মীরতন, তাতে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবিও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজের একটি পেইন্টিং পোস্ট করে তিনি লেখেন, ‘প্রকৃত অধিনায়ক তিনিই, যিনি শুধু নিজে খেলেন না, দলকেও ভাল খেলার প্রেরণা দেন।’ এরপরই শুরু হয়েছিল জল্পনা। যদিও পরে সাংবাদিক বৈঠকে জল্পনা জিইয়ে রেখেই লক্ষ্মী বলেন, ‘এখন আপাতত খেলার দিকে নজর থাকবে আমার। বাংলায় হিংসা-প্রতিহিংসা চাই না। প্লিজ হিংসা থেকে সবাই দূরে থাকুন। আপাতত রাজনীতি থেকে সরে গেলাম।’

একইসঙ্গে ২০২১-এ মুখ্যমন্ত্রী কে হবেন, সেই প্রশ্নে লক্ষ্মীর ধোঁয়াশা রাখা উত্তর, ‘ময়দানে ম্যাচ খেলতে নামলে যে ভাল খেলে সে-ই জেতে।’

অপরদিকে, সৌরভ আর বিজেপি যোগের জল্পনা নতুন নয়। সম্প্রতি তা আরও বাড়ছিল। তারপরই অসুস্থ হয়ে পড়েন সৌরভ। কিন্তু তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগেই বিজেপি নেতাদের তাঁকে নিয়ে তৎপরতা এবং বুধবার বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় সারা দেশের গর্ব। উনি তো বাংলার বাঘ। তাই তিনি যদি বিজেপিতে আসেন, আমরা কার্পেট পেতে ফুল দিয়ে স্বাগত জানাব।’ যদিও স্পষ্ট করে তিনি বলেননি, বিজেপির তরফে সৌরভকে ‘অফার’ করা হয়েছে কিনা! একইসঙ্গে রাজনীতিতে যোগদান নিয়ে সৌরভের ওপর কোনও চাপের কথাও উড়িয়ে দেন তিনি। তারপরই এদিন শমীক ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেই জল্পনা আরও বাড়ল।

Previous articleক্যাপিটল হিলে হামলার ঘটনার পরে হার স্বীকার করলেন ট্রাম্প
Next articleকুম্ভের শুভ যোগ, মীনের ভাগ্যে ধনলাভ জানুন রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here