সৌদি আরবে গাড়ি দূর্ঘটনায় মৃত্যু গোপাল নগরের এক যুবকের

0
980

দেশের সময় ওয়েবডেস্ক: সৌদি আরবে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল গোপালনগরের এক যুবকের। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চামটা এলাকার বাসিন্দা শাহজাহান মণ্ডল (৩৬) দীর্ঘ কয়েক বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন শাহজাহান। তাঁর পরিবার সূত্রে জানাযায়, সৌদির একটি সংস্থার হয়ে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন শাহজাহান। সম্প্রতি তাঁকে মদিনা এলাকায় কাজে পাঠানো হয়েছিল। গত বৃহস্পতিবার সেখান থেকে গাড়ি করে ফেরার পথে পাহাড়ের খাদে গাড়ি পড়ে মৃত্যু হয় তাঁর। শাহজাহানের সঙ্গে আরও তিন জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় বৈরামপুর পঞ্চায়েতের প্রধান হায়দার আলি মোল্লা বলেন, ‘‘শাহজাহানের দেহ বাড়িতে ফিরিয়ে আনতে কলকাতায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে।’’ শাহজাহানের বাবা সাইফুল্লা বলেন, ‘‘ছেলে যে সংস্থায় কাজ করত, তারাই ফোনে মৃত্যুসংবাদ জানিয়েছে। শাহজাহানের এক ছেলে একাদশ শ্রেণিতে পড়ে। স্ত্রী সুরাইয়া ন’মাসের অন্তঃসত্ত্বা। তাঁকে স্বামীর মৃত্যুর খবর জানানো হয়নি। শুধু বলা হয়েছে দুর্ঘটনা ঘটেছে। শাহাজাহানের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমেছে চামটা গ্রামে।

Previous articleঅসমে ইন্টারসিটি এক্সপ্রেসে গ্রেনেড হামলা, জখম অন্তত ১১
Next articleSuper Six Photo’s

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here