দেশের সময় ওয়েবডেস্কঃ সোশ্যাল মিড়িয়ায় আলাপ। তবে বেশ ভেবেচিন্তেই ঘুঁটি সাজিয়েছিল মা আর মেয়ে। প্রেমের জালে ফাঁসিয়েছিল এক ব্যক্তিকে। তারপর যা হয়! গোপন মুহূর্তের ভিডিও তুলে ওই ব্যক্তিকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠল মা-মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে। অভিযোগ পেতেই মা ও মেয়েকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
অভিযোগ, মহালক্ষ্মী মুখোপাধ্যায় নামের এক মহিলা ফেসবুকে ব্যারাকপুরের এক বাসিন্দার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে। এরপর তাঁকে নিজের বাড়িতে ডেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সেই সময়েই ওই মহিলার মেয়ে সুচেতা মুখোপাধ্যায় গোপনে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ডিং করে। তারপরেই মা ও মেয়ে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করে ওই ব্যক্তিকে।
এই খবর ধামাচাপা দিতে ১০ লক্ষ টাকা দাবি করে সেই গুণধর মা-মেয়ে। তার মধ্যে প্রথমে ২ লক্ষ টাকা তিনি দিয়েও দেন। কিন্তু পরে টাকা দেওয়া নিয়ে ফের চাপ দিতে থাকায় সেই ব্যক্তি পুলিশের দ্বারস্থ হন।
মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় দুজনের বিরুদ্ধে। এরপর ঘটনার তদন্তে নেমেই সেই মা-মেয়েকে গ্রেফতার করে পুলিশ। দুজনকেই আদালতে পেশ করা হয়েছে।
মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় দুজনের বিরুদ্ধে। এরপর ঘটনার তদন্তে নেমেই সেই মা-মেয়েকে গ্রেফতার করে পুলিশ। দুজনকেই আদালতে পেশ করা হয়েছে।