সূর্য মন্দিরের গা বেয়ে নেমে আসছে বৃষ্টির জলের ধারা,নতুন টুইট মোদীর

0
446

দেশের সময় ওয়েবডেস্কঃ দু’দিন আগেই ময়ুরকে দানা খাওয়ানোর ভিডিও টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাত নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের লন, বারান্দা এমনকি বসার ঘরে পর্যন্ত অবাধ বিচরণ দেখা গিয়েছিল ময়ুরের। বুধবার সকালে গুজরাতের মোধেরার ঐতিহাসিক সূর্য মন্দিরের একটি ভিডিও টুইট করলেন মোদী।

এই ভিডিওতে দেখা গিয়েছে বর্ষামুখর দিনে সূর্য মন্দিরের খাঁজ কাটা খাঁজ কাটা গা বেয়ে নেমে আসছে বৃষ্টির জলের ধারা। সেই মনোরম দৃশ্যের ক্লিপ টুইট করার সঙ্গে সঙ্গেই টুইটারে কয়েক লক্ষ মানুষ তা দেখে ফেলেন। চার ঘণ্টায় প্রায় দশ লক্ষ মানুষ প্রধানমন্ত্রীর টুইট করা ওই ভিডিওটি দেখেছেন।

গুজরাতের অন্যতম হেরিটেজ এই সূর্য মন্দির। প্রসঙ্গত, মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৫ সালে সূর্য মন্দিরের সংস্কারের কর্মসূচি নিয়েছিলেন। কয়েক কোটি টাকা খরচ করা হয়েছিল সে সময়ে।

গত কয়েকদিন ধরেই গুজরাতের ভদোদরা, মোধেরা, ভুজের মতো বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। সূর্যমন্দিরের বিশেষত্ব হচ্ছে, এর মাঝখানে একটি ছোট জলাশয় রয়েছে। বৃষ্টি হলে মন্দিরের গা বেয়ে জল পরে তাতে। ভিজে যাওয়া বাদামি রঙের পাথরের গা বেয়ে সাদা জলের ধারা দৃশ্যতই মনোরম। অনেকেই সে কথা লিখেছেন মোদীর টুইটে।

প্রধানমন্ত্রীর ময়ুর প্রেমের টুইট দেখে সোশ্যাল মিডিয়ায় অনেক টিকাটিপন্নি হয়েছিল। কেউ কেউ লিখেছিলেন, তিন মিনিটের ভিডিওতে প্রধানমন্ত্রীকে পাঁচ বার পোশাক বদলাতে দেখা গিয়েছে। তবে এদিন সেসব কিছু হয়নি। বরং প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে সূর্য মন্দিরের সৌন্দর্যই উপভোগ করেছেন সকলে।

Previous articleকাল থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস,পশ্চিমে সরছে নিম্নচাপ,শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জানাল আলিপুর
Next articleআমায় গ্রেফতার করলে করুক: মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here