ইস্টবেঙ্গল ২ : ১ নেরোকা
আকাশ ভট্টাচার্য্য, দেশের সময়: মঞ্চটা হতে পারত নতুন লুকের জবি জাস্টিনের। লালহলুদের ‘নয়নমণি’ স্যান্টোস কোলাডো হয়ত হিরো হতে পারতেন। কিন্তু তা হল না। ইস্টবেঙ্গলের জয়ের মঞ্চটা তৈরি করে গেলেন সেই স্প্যানিশ স্ট্রাইকার এনরিকে এসকুয়েদা। যুবভারতীতে আইলিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর তিন মিনিটে পিছিয়ে পড়েও মণিপুর নেরোকা এফসি-কে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। জোড়া গোল করে ম্যাচের নায়ক ‘সুপার সাব’ এনরিকে। ৩ পয়েন্ট নিয়ে লিগ একপ্রকার জমিয়েই দিল লালহলুদ।
ম্যাচের শুরু থেকেই লালহলুদ বক্সে আক্রমণে চলে আসছিল সিংগম সুভাষ সিংহ, চেঞ্চো গেলতসেন, কাতসুমি ইউসারা। ইস্টবেঙ্গল স্টপারদের কার্যত দাঁড় করিয়ে ৩ মিনিটেই গোল করে নেরোকাকে এগিয়ে দেন বেঙ্গালুরু এফসি থেকে লিয়েনে আসা চেঞ্চো গেলতসেন। ইস্টবেঙ্গল বারবার আক্রমণে গেলেও নেরোকার দুই স্টপার এডুয়ার্ডো ফেরেইরা আর ভারনে ক্যালনের কাছে আটকে যাচ্ছিলেন কোলাডো, জবিরা। তবে বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল লালহলুদ। ম্যাচে ৬৮ শতাংশ বলদখল ছিল রালতে, কাশিমদের। বরাবরের মতই ডিফেন্সের পাশাপাশি বল তৈরির কাজ করছিলেন বোরহা গোমেজ, জনি অ্যাকোস্টারা।
চেঞ্চোর একটা গোল ছাড়া ইস্টবেঙ্গল গোলকিপার রক্ষিত ডাগরকে তেমন কোনও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। আজ ৪-৪-১-১ ফর্মেশনে দল নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেজ। জবির একটু পিছনে রেখেছিলেন কোলাডোকে। বামদিকে টনি ডোভালে কিছুটা নিষ্প্রভ থাকলেও ডানমাওইয়া রালতে আর লালরিন্দিকা রালতে আর কাশিম আইদারা যে ফুটবলটা খেললেন তা অবশ্যই প্রশংসার যোগ্য।