দেশের সময়ওয়েবডেস্ক: সিনে পর্দায় সেই অদৃশ্য লোকটাকে মনে আছে? ঠিকই ধরেছেন, ‘মিস্টার ইন্ডিয়া’-র কথা বলছি। আচ্ছা ধরুন এবার যদি সেই সিনেমার মতো বাস্তবেও অদৃশ্য হতে পারে মানুষ, তবে কেমন হতো। কি ভাবছেন আষাঢ়ে গল্প? একেবারেই নয়। জানাগেছে, খুব শীঘ্রই একটি ‘অতিমানবিক শক্তি’ ব্যাবস্থা করতে চলেছে কানপুর আইআইটি। আবিষ্কার হয়েছে একটি মেটামেটিরিয়াল তৈরির ফর্মুলা। ভারতীয় সেনাবাহিনীর জন্য কাজ চলবে এই বিশেষ জিনিস তৈরি করার। এর মাধ্যমে নিজেদেরকে সম্পুর্ন অদৃশ্য করে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে আক্রমণ করতে সফল হবেন সেনা জওয়ানরা। কানপুর আইআইটি জানাচ্ছে, “এই মেটামেটিরিয়াল যখন ব্যাবহৃত হবে তখন জওয়ান ও জওয়ানদের ট্যাঙ্ক কোন কিছুই বিপক্ষের রাডারে ধরা পরবে না”। “ফলে আরও ভালো ভাবে সফল করা সম্ভব হবে সার্জিক্যাল স্ট্রাইকের মতো অভিযান”। “অতীতে এই ধরনের মেটামেটিরিয়াল আমেরিকায় তৈরি হয়েছে, তবে তা অতিরিক্ত ভারী হওয়ায় কর্মক্ষমতা খুব কম”। “কিন্তু কানপুর আইআইটি যে মেটামেটিরিয়াল তৈরি করবে তা হালকা হওয়ার দরুন তার মাধ্যমে অনেক বেশি সুবিধে লাভ করবে ভারতীয় সেনাবাহিনী”। “সেদিক থেকে পিছিয়ে পরতে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে”। ইতিমধ্যেই এই মেটামেটিরিয়াল তৈরির কাজ চলছে জোর কদমে।