সিপিএমের লংমার্চে মানুষের ঢল

0
751

দেশের সময়,ওয়েবডেস্ক. নির্ধারিত কর্মসূচি মেনে বুধবার হুগলির সিঙ্গুরের রতনপুর থেকে সিপিএমের কৃষকসভা ও ক্ষেতমজুর সংগঠনের উদ্যোগে সিঙ্গুরের জমিকে চাষযোগ্য করা সহ রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিবাদে কলকাতা অভিযানে বাম কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল নজর কাড়া। এই পদযাত্রার সূচনা করেন, কৃষক সভার সর্বভারতীয় সাধার

সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। এদিনের পদযাত্রায় সিঙ্গুরের ইচ্ছুক-অনিচ্ছুক কৃষকরা ছাড়াও আদিবাসী রমণীদের উপস্থিতি কৃষক সহ সিপিএম নেতাদের অনেকটাই স্বস্তি দিয়েছে। পদযাত্রায় মানুষের ঢল ও লাল পতাকার বিজয় উল্লাস অতীতের স্মৃতিকে মনে করায়। এককথায় বিগত একমাস যাবত কলকাতা অভিযানের প্রচারের ফল পেয়েছে বাম নেতৃত্ব। এদিন সন্ধ্যায় ডানকুনিতে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়। আগামীকাল সকালে আবার নতুন উদ্যমে লংমার্চ শুরু হবে রাজভবনের উদ্দেশ্যে । কলকাতার রানি রাসমণি রোডে হবে বিরাট জনসভা। যেখানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার বাম কর্মীরা মিছিল করে উপস্থিত হবে বলে ডানকুনির অস্থায়ী শিবির থেকে জানালেন, কৃষক সভার জেলা নেতা। জনসভায় প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। লোকসভা নির্বাচনের আগে বামেদের সুসংগঠিত ছবি লংমার্চকে কেন্দ্র করে দেখা গেল। যা আগামী ৬ডিসেম্বর বাবরি ধ্বংসের দিন কলকাতায় বামেদের মহামিছিলকে সার্থক রূপ দিতে অনেকটা মনোবল বাড়িয়ে দিল। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশেরও প্রাথমিক মহড়াও হয়ে হয়েবিজেপির বাড়বাড়ন্তের মধ্যে কিছুটা পিছিয়ে পড়া?. বাম দলের কাছে।

Previous articleভয় কে জয় করাই ছিলো ভাবনা, ইউটিউব থেকে সংবর্ধিত বসিরহাটের আশিক
Next articleহুগলির খানাকুলে তৃণমূলে ভাঙন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here