সাতরাগাঁছি ষ্টেশনের ফুট ওভার ব্রীজে পদপিষ্ট ১৫, মৃত ২, রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মুখ্যমন্ত্রীর: দেশের সময়:

0
785

দেশের সময়ঃ সাতরাগাঁছিঃ মঙ্গলবার সন্ধ্যায় সাঁতরাগাছি রেল ষ্টেশনের ফুট ওভার ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। খবর পেয়েই কার্নিভাল ছেড়ে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রেলের বিরুদ্ধে গাফিলতি এবং অপদার্থতার অভিযোগ তুলে বলেন, ‘‘একই সঙ্গে তিনটে ট্রেন এসে গিয়েছিল। ফুট ওভার ব্রিজের উপরে হুড়োহুড়ি করে দু’জন মারা গিয়েছেন। কারা মারা গিয়েছেন এখনও সবিস্তার জানতে পারিনি।’’ তিনি নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিখরচায় আহতদের চিকিৎসার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফুট ওভার ব্রিজের উপরে যাত্রীদের ভিড় এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মত্যু হল দু’জনের। গুরুতর জখম হলেন আরও অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েক জন শিশুও রয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেলকর্তৃপক্ষ। নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ আর্থিক সাহায্য এবং আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। অল্প আহতদের পঞ্চাশ হাজার এবং বাকিদের যাবতীয় চিকিৎসার খরচ রেল বহন করবে বলেও রেল জানিয়েছে। পাশাপাশি এই ঘটনায় একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটিও গঠন করেছেন রেল কর্তৃপক্ষ। সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ সাঁতরাগাছি স্টেশনে বেশ কয়েকটি একপ্রেস ট্রেন এসে দাঁড়ায়। কয়েকটি ট্রেন ছাড়বে বলেও দাঁড়িয়েছিল। ফলে প্রচুর যাত্রী একসঙ্গে ফুট ওভার ব্রিজে উঠে পড়েন। সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটেছে। ১১ জনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলের আধিকারিকরা হাসপাতালে পৌঁছান।’’ অফিস ফেরত যাত্রীদের একটা বড় অংশও তখন ওই স্টেশনে ছিলেন। সব মিলিয়ে যাত্রীদের প্রবল ভিড় হয় ওই ফুট ওভার ব্রিজে। প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়। বিস্তর ধাক্কাধাক্কিতে ব্রিজের উপরে পড়ে যান বেশ কয়েক জন যাত্রী। তার পর সেখানেই পদপিষ্ট হন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। উৎসবের মরশুমের শেষে বিষণ্ণতা এলো সাতরাগাঁছি রেলষ্টেশনের ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে৷

Previous article“রাজ্য সরকারের উদ্যোগে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দিয়েই শেষ হল এবছর বাংলার দুর্গোৎসব। “দেশের সময়ঃ
Next articleশর্ত মেনে আতসবাজি বিক্রিতে ও পোড়ানোয় নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশ্ন উঠেছে বাজির দাপট কমবে কি?দেশের সময়ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here