সপ্তাহান্তে ফিরতে পারে শীতের আমেজ জানিয়েছে হাওয়া অফিস

0
509

দেশেরসময় ওয়েব ডেস্ক: নভেম্বরের শুরুতে শীতের দাপট দেখা গেলেও কয়েকদিন যেতে না যেতেই ফের চড়েছে তাপমাত্রার পারদ। তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী দু’‌তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলা ও বিহারের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি পর্যন্ত।


জানা গিয়েছে, বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আকাশ থাকবে মেঘলা। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর–দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর–সহ কোনও কোনও জেলায় হতে পারে হালকা বৃষ্টি। শনিবার থেকে নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে ফিরতে পারে শীতের আমেজ। এক ধাক্কায় অনেকখানি নামতে পারে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে একটি পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি ও তুষারপাত হয়েছে উত্তর–পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। বুধ ও বৃহস্পতিবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে জম্মু–কাশ্মীরে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানের উপর। এর প্রভাবে উত্তর–পশ্চিম ভারতের মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের তাপমাত্রা আগামী চার–পাঁচদিনে বেশ অনেকটা নামবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী দু’‌তিন দিন ঘন কুয়াশা থাকবে।

Previous articleআদিবাসী প্রসূতি’মা’ও শিশুদের খেয়াল রাখতে প্রতিদিন নর্মদায় ১৮ কিমি নৌকা টানেন তরুণী রেলু
Next articleদলের লাগাম আর দিদির হাতে নেই বলে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here