সপ্তম বার ,বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ নীতীশ কুমারের

0
666

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার বিকেলে টানা চারবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেডিইউ সভাপতি নীতীশ কুমার। এনিয়ে সাতবার এবং পরপর চারবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। শপথগ্রহণ  অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রদেশ বিজেপির দায়িত্বপ্রাপ্ত দেবেন্দ্র ফড়নবিশ।

উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি বিধায়ক তারকিশোর প্রসাদ এবং রেনু দেবী। এছাড়া নতুন নীতীশ সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন জেডিইউ–র বিজয় কুমার চৌধুরি, বিজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরি এবং মেওয়ালাল চৌধুরি। এইচএএস সুপ্রিমো জিতন রাম মাঞ্ঝির ছেলে সন্তোষ কুমার সুমন, বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি–র মুকেশ সাহনি–ও মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।

বিজেপির মঙ্গল পান্ডে এবং প্রতাপ সিং শপথ নেন।
শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছিল প্রধান বিরোধী দল আরজেডি। তাদের অভিযোগ ছিল, ভোটের ফল এনডিএ–র বিপক্ষে গিয়েছে। টুইটার পোস্টে আরজেডি লিখেছে, ‘‌পরিবর্তনের জনাদেশ এনডিএ–র বিপক্ষে। রাজ্যের নির্দেশে জনাদেশ বদল করা হয়েছে। কৃষক, বেকার, চুক্তিভিত্তিক কর্মী, শিক্ষকদের জিজ্ঞাসা করুন, বিহারে তাঁদের উপর কী হচ্ছে। এনডিএ–র ছলনায় জনতা ক্ষুব্ধ। আমরা জনতার সঙ্গে এবং তাদের পাশেই থাকব।

এক নজরে:

• শপথ নিলেন বিজেপি বিধায়ক মঙ্গল পাণ্ডে null

• জেডিইউ থেকে শপথ নিলেন শীলা কুমারী, প্রথম বার জিতেই মন্ত্রী হচ্ছেন তিনি  

• মন্ত্রী হচ্ছেন মেওয়ালাল চৌধরি, শপথ নিলেন তিনিও 

• মন্ত্রীর শপথ নিলেন অশোক চৌধুরী 

• শপথ নিলেন জেডিইউ বিধায়ক বিজেন্দ্র যাদব

• শপথ নিলেন জেডিইউ বিধায়ক বিজয় চৌধরি

• রেণু দেবী এবং তারকিশোর প্রসাদ হতে পারেন উপমুখ্যমন্ত্রী

• শপথ নিলেন রেণু দেবী 

• মন্ত্রী পদে শপথ তারকিশোর প্রসাদের  

• বিজেপি থেকে দু’জন হচ্ছেন উপমুখ্যমন্ত্রী

• শপথ নিলেন নীতীশ কুমার, শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল 

Previous article‘‌বাংলা মিত্রহীন’‌,সৌমিত্রর প্রতি আমুলের অভিনব শ্রদ্ধাজ্ঞাপন
Next article‘মিশন বাংলা’! ২০০-র বেশি আসন জিতবে বিজেপি, কলকাতায় পা রেখে ঘোষণা অমিত মালব্যর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here