সন্ধ্যায় কী মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর? জল্পনা তুঙ্গে

0
1841

দেশের সময় ওয়েবডেস্কঃ জল্পনা সত্যি করেই শুক্রবার রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)-এর চেয়ারম্যান পদে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা বেড়েছিল কয়েকগুণ। আর শুক্রবার প্রথমে রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ফিরিয়ে দেন তিনি। তারপরই ইস্তফাপত্র পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে। যদিও বিধায়ক পদ ছাড়েননি শুভেন্দু। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার শুভেন্দুর গন্তব্য কি বিজেপি? এই জল্পনার মাঝেই শুভেন্দু অনুগামী একাংশের দাবি, শুক্রবার সন্ধ্যাতেই আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু।

সূত্রের খবর, এদিন সন্ধ্যাতেই কলকাতা বিমানবন্দরে ভাগবতের সঙ্গে কথা হতে পারে শুভেন্দুর। রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণ মন্ত্রী নিজেই নাকি মোহন ভাগবতের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। কলকাতা থেকে এদিনই নাগপুরে ফিরে যাচ্ছেন ভাগবত। তার আগে দমদম বিমানবন্দরে কিছুক্ষণ থাকার কথা তাঁর। সেই সময়ই ভাগবতের সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করতে চেয়েছেন বলে একটা মহলের দাবি।

এদিন সকালেই অবশ্য খবর ছড়িয়ে যায়, শনিবারই দিল্লি যাচ্ছেন শুভেন্দু। গন্তব্য বিজেপির সদর দফতর। যদিও সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল। এখনই তাঁর কোনও দিল্লি যাত্রার সূচি নেই বলেই জানানো হয়েছে৷

এদিন মুখ্যমন্ত্রীকে পাঠানো পদত্যাগ পত্রে শুভেন্দু লিখেছেন, ‘আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি। দ্রুত এই ইস্তফাপত্র গ্রহণ করা হোক। এই চিঠি ই-মেল মারফত রাজ্যপালের কাছেও পাঠিয়েছি। রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনাকে ধন্যবাদ। আমি খুবই ধন্য যে, রাজ্যের প্রশাসন ও রাজ্য আমাকে এই মন্ত্রিত্বপদে নিয়োগ করেছিল এবং আমি যথাসাধ্য নিজের প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছি।’

যদিও তৃণমূল সাংসদ সৌগত রায়, যিনি কিনা একাধিকবার শুভেন্দুর সঙ্গে কথা বলে বরফ গলানোর চেষ্টা করেছিলেন, তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে চলেছি। শুভেন্দু এখনও দল ছাড়েননি। তাই আশাও শেষ হয়ে যায়নি। মন্ত্রিত্ব ছাড়াটা তাঁর ব্যক্তিগত বিষয়। আমি কিছু বলতে পারব না।’ শুভেন্দুর সঙ্গে কি আর কথা বলবেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল বললে নিশ্চয় বলব। দলে থাকা পর্যন্ত আমরা হাল ছাড়ছি না।’ এমনকী শুভেন্দু বিজেপিতে যোগ দিতে দিল্লি যাচ্ছে না বলেই দাবি সৌগতর। সেইসঙ্গে মোহন ভাগবতের সঙ্গেও শুভেন্দুর সাক্ষাতের জল্পনাও উড়িয়ে দিয়েছেন।

Previous articleমমতার ‘স্নেহভাজন’,কেন এত দূরে চলে গেলেন! কী বলছেন দিলীপ, মুকুল,অধীর’রা-পড়ুন
Next articleঅন্ধ সিপিএমের ঘাড়ে ভর করে চলার চেষ্টা করছে খোঁড়া কংগ্রেস বনগাঁয়: দিলীপ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here