সত্যাগ্রহ প্রত্যাহার মমতার

0
906
দেশের সময় ওয়েবডেস্ক:মহাজোটের অনুরোধ মেনেই তিন দিনের সত্যাগ্রহ কর্মসূচি প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে সত্যাগ্রহ মঞ্চ থেকে মমতা বলেন মোদির এক নায়কতন্ত্রের প্রতিবাদে আন্দোলন তিনি চালিয়ে যাবেন আগামী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে ধর্না কর্মসূচি করবেন তিনি। সেই ধর্নায় সামিল হবেন মহাজোটের সব রাজনৈতিক দলগুলি।
মমতা জানিয়েছেন

এই সত্যাগ্রহ কোনও রাজনৈতিক আন্দোলন নয়, সিভিল সার্ভিসকে বাঁচাতেই সত্যাগ্রহ করেছেন তিনি। মোদিকে পদ থেকে হঠাতেই হবে। দেশে গণতন্ত্র নয় একনায়কতন্ত্র চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লির মঞ্চ থেকে মোদি বিরোধী আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী। তিনি আরও বলেন ,এই ধর্নায় গণতন্ত্রের জয় হয়েছে, আদালতের রায়ে আমাদের জয় হয়েছে৷আদালত রাজীব কুমারের গ্রেফতারির উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷মমতা বলেন এই ধর্না ছিল সংবিধানকে বাঁচাতে, গণতন্ত্র বাঁচানোর,এটা ছিল সেভ ইন্ডিয়া ধর্না৷

ছবি- অশোক মজুমদার এর ফেসবুক এর সৌজন্যে৷ বিজ্ঞাগণ

Previous articleলাল ডায়েরি কোথায় আমি জানি না, সুদীপ্ত সেন
Next articleরুবি মোড়ের বহুতলে আগুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here