দেশের সময় ওয়েব ডেস্কঃ পূর্ব ঘোষণা মতো শুক্রবার সকাল থেকে অফিস টাইমে প্রায় সব লোকাল ট্রেন চালু করে দেওয়া হল রাজ্যে। রেল–রাজ্য আলোচনার পরই স্থির হয়েছিল ভিড় সামলাতে দিনের ব্যস্ত সময়ে ১০০ শতাংশ ট্রেনই চালানো হবে। তবে ট্রেন বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে ভিড়ও। সকাল থেকেই হাওড়া, শিয়ালদহ তো বটেই শহরতলির অন্যান্য ছোট, বড় স্টেশনগুলিতেও চেনা ভিড় দেখা গিয়েছে।
সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে ট্রেন ধরতে ছুট লাগান যাত্রীরা। ট্রেনের দরজায় গাদাগাদি করে দাঁড়ানো, বা কামরার ভিতরের সিটে গা ঘেঁষাঘেঁষি করে বসা। পূর্বেকার মতোই লোকালের চেনা ছবি শহর এবং জেলার সর্বত্র। কাটোয়া, ক্যানিং স্টেশনগুলিতে থার্মাল স্ক্রিনিং–এর কোনও ব্যবস্থা নেই। অনেক স্টেশনেই নেই স্যানিটাইজিং–এর ব্যবস্থাপনাও। অনেক যাত্রীর মুখে মাস্কও দেখা যায়নি। ফলে সব লোকাল চালু হলেও ভিড় কমল না রাজ্যে।