দেশের সময়ওয়েবডেস্কঃ কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ অটুট। যদিও গত কয়েকদিনের তুলনায় শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। তবে শহরজুড়ে ঠান্ডার দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।
প্রসঙ্গত, বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, এই পরিস্থিতি বিরল, কিন্তু আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসেও জমিয়ে শীত উপভোগ করেছিলেন বাংলার মানুষ। চলতি বছর জানুয়ারি মাসে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় সেভাবে শীত উপভোগ করতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু সেই অভাব পূরণ করে দিচ্ছে ফেব্রুয়ারির শীত।
হাওয়া অফিস সূত্রে খবর, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে শীতের দাপট বজায় থাকবে। অন্যদিকে, কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও হাড়হিম ঠান্ডা মালুম হচ্ছে।উল্লেখ্য, জানুয়ারির মাঝ সপ্তাহে একেবারে উবে গিয়েছিল শীতের আমেজ। এরপর,খানিকটা কামব্যাকের চেষ্টা করলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার আমেজ অধরাই থেকে গিয়েছিল শীতপ্রেমীদের কাছে। ফলে শেষবেলায় যেভাবে দাপট দেখাচ্ছে ঠান্ডা, তাতে স্বস্তিতে শীতপ্রেমীরা।
এদিন কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৩৭ শতাংশ। একনজরে দেখে নেওয়া যাক এদিন কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা? আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১১.৪ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১১.১ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ৯.২ ডিগ্রিতে,বহরমপুরে পারদ নেমেছে ১৩.২ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ১২.৮ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ১০.৬ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ৭ ডিগ্রিতে, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি, দার্জিলিং কাঁপছে ৪.৬ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ১২.৪ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১২.৮ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ১২ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ১৩.২ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ৮.৭ ডিগ্রি, কালিম্পঙে ৬.৫ ডিগ্রি, কৃষ্ণনগরের ৮.৮ ডিগ্রি, মালদায় ১৩.৫ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ১২.৭ ডিগ্রিতে, পানাগড়ে ৯.৭ ডিগ্রি, পুরুলিয়ায় ৮.৭ ডিগ্রি, সল্টলেকে ১৩.৫ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ৭.৮ ডিগ্রি, শ্রীনিকেতনে ৯.৯ ডিগ্রি।