দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা। বনগাঁ লিটল ম্যাগাজিন মেলা কমিটির আয়োজনে দুদিনের এই মেলা আয়োজন হয়েছে বনগাঁ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
উদ্বোধন করেন কলকাতা লিটিল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার সন্দীপ দত্ত। মেলায় মোট ৪০ টি স্টল বসেছে। মেলা কমিটির পক্ষ থেকে কবি মলয় গোস্বামীকে কবি কেশবলাল দাস স্মৃতি সম্মাননা এবং কবি বিভাস রায়চৌধুরীকে লেখক নির্মল মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা জ্ঞাপন করা হয়।
এছাড়া ১৮টি পত্রিকা গোষ্ঠীকে সম্মান জানানো হয়। মেলায় কবিতা পাঠ, আলোচনা, আবৃত্তি, অনুগল্প পাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।