শুক্রবার সন্ধ্যাতেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি অব্যাহত, জানাল আলিপুর

0
939

দেশের সময় ওয়েবডেস্কঃশুক্রবার সন্ধ্যাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই বিকেলের পর ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে বলেও খবর। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দাপট ছিল ঝোড়ো হাওয়ারও।

হাওয়া অফিস জানিয়েছে,শুক্রবার সন্ধ্যায় বীরভূমের বেশ কিছু অংশে ঝড়বৃষ্টি হবে। এছাড়াও নদিয়া জেলার বেশ কিছু অংশেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে আলিপুর।

শুক্রবার সকাল থেকেই আকাশ ছিল আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মাঝে মাঝে ভ্যাপসা-গুমোট গরম অনুভূত হয়েছে। তবে আজ সারাদিন ধরেই হাল্কা ঠান্ডা হাওয়া বইতে দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ।

এ বছর ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক পরিমাণে হবে বলে জানিয়েছে মৌসম ভবন। পাশাপাশি তারা এও জানিয়েছে যে নির্দিষ্ট সময়েই ভারতে প্রবেশ করবে মৌসুমী বায়ু। ফেলে চলতি মরশুমে বৃষ্টির ঘাটতি হবে না বলেই অনুমান করা হচ্ছে।

Previous articleরাজ্যে কোভিডে মৃত্যু ১৮ জনের, আরও ৩৯ জনের মৃত্যুর সময়ে শরীরে করোনা ছিল: মুখ্যসচিব
Next articleপ্রয়াত হলেন চিত্রসাংবাদিক রণজয় রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here