শিবমন্দিরে পুজো দিয়ে নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়নপত্র পেশ মমতার

0
724

দেশের সময় ওয়েবডেস্কঃ : একুশের মহারণে নন্দীগ্রামে এবার রীতিমতো যুদ্ধক্ষেত্র। রাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র বোধহয় এটাই। প্রতিপক্ষের প্রার্থীরাও তেমনই জোরদার। সেই নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার দুপুর দুটো নাগাদ হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি। তার আগে পুজো দেন রেয়াপাড়ার শিবমন্দিরে।অন্যদিকে, নন্দীগ্রামে এদিন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন একদা মমতার বিশ্বস্ত সৈনিক তথা বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।


এদিন মমতার মনোনয়ন জমা দেওয়া ঘিরেউদ্দীপনা দেখা যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান ওঠে।

মঙ্গলবার থেকেই নন্দীগ্রামে প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নন্দীগ্রাম আসনে তাঁর লড়াই তাঁরই একসময়ের অন্যতম সৈনিক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাই প্রথম থেকেই এবার নজরকাড়া এই কেন্দ্র। গতকাল নন্দীগ্রামে সভাতেই জানিয়েছিলেন আজ রেয়াপাড়া মন্দিরে পুজো দিয়ে তারপর হলদিয়া যান মনোনয়নপত্র জমা করতে। সেই মতোই আজ বেলা গড়াতেই রেয়াপাড়া শিবমন্দিরে আসেন তিনি। ফুল বেলপাতা দিয়ে পুজো করেন। শিবের মাথায় জল ঢালেন। তারপর রওনা হন হলদিয়ার দিকে।

গতকাল নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে প্রচার সভার পর জানকীনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মিসভা করার পরে মমতা একাধিক মন্দিরে ও মাজারে গেছিলেন। রাস্তার দোকানে বানান চা।মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শুক্রবার মনোনয়ন পত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, একুশের মহারণে এবার নজরে নন্দীগ্রাম। একদিকে এই প্রথমবার নন্দীগ্রামে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, প্রাক্তন দলনেত্রীর প্রতিপক্ষ হিসেবে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । মমতা বনাম শুভেন্দু লড়াই এবারের নির্বাচনের অন্যতম আকর্ষণ বলেই ধারণা পর্যবেক্ষক মহলের একাংশের। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় রোজ দিনই আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু। মঙ্গলবার প্রার্থী হওয়ার পর প্রথম নন্দীগ্রামে গিয়ে শুভেন্দুকে নিশানা করেছেন মমতা। তারপরই নন্দীগ্রামের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রপাঠ নিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু।

টুইটারে প্রাক্তন দলনেত্রীকে বিঁধে শুভেন্দু লিখেছেন ‘এর আগে ভগবান রাম’কে একাধিকবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী। ভুল সরস্বতী মন্ত্র পাঠ করেছেন। ফের প্রকাশ্য জনসভা থেকে ভুল মন্ত্র পাঠ করলেন তিনি।এভাবেই বাংলার সংস্কৃতিকে বারবার অপমান করেছেন তিনি। যে বাংলাকে অপমান করে, তাকে বাংলার জনতা চায় না।’ এই টুইটে মমতাকে ট্যাগও করেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী।

অন্যদিকে, নন্দীগ্রামে আধলাখের বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু। নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় মমতাকে সেখানকার বহিরাগত বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা। এদিন নন্দীগ্রামের কর্মিসভা থেকে শুভেন্দুকে নাম না করে মমতার আক্রমণ, ‘আমি বহিরাগত হলে তো মুখ্যমন্ত্রীই হতে পারতাম না।’ আবার তিনি বলেন, ‘তুমি নন্দীগ্রামের লোক, আমি বীরভূমের লোক। তফাৎ শুধু এটুকুই।’

Previous articleআজ মমতা জমা দেবেন মনোনয়ন,তার আগেই নন্দীগ্রামে বিশাল রোড শো শুভেন্দুর
Next articleবাগদা ব্লকে তৃণমূলের ভাঙন শুরু, মাধুরী পদত্যাগপত্র পাঠালেন হোয়াটস অ্যাপে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here