দেশের সময়,বনগাঁ:কতটা পথ হাঁটলে পথিক বলা যায় । উত্তর২৪পরগনার বনগাঁর ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা পরিমল অবশ্য ঠিক এই পথের পথিক নন। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এখন নিজেকে সমাজের কাজে নিয়োজিত করেছেন। আর তার এই কাজে এবারের সংযোজন সেফ ড্রাইভ সেভ লাইফ কে সামনে রেখে সাইকেলে বনগাঁ থেকে কলকাতার ধর্মতলায় একুশে জুলাই এর সভামঞ্চ পর্যন্ত অভিযান। বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন এই গোটা যাত্রাপথে তিনি মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসুত সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে রাস্তার দুধারের মানুষকে সচেতন করতে করতে পৌঁছাবেন কলকাতায় । তারই সূচনা হলো শনিবার সকালে।